ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গেইলের ছক্কার রেকর্ড এখন রোহিতের দখলে

প্রকাশিত: ১২:১১, ৬ আগস্ট ২০১৯

গেইলের ছক্কার রেকর্ড এখন রোহিতের দখলে

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক টি২০তে সবচেয়ে বেশি রান রোহিত শর্মার। এই সংস্করণে সবচেয়ে বেশি চার সেঞ্চুরির মালিকও তিনি। এই দুটি রেকর্ড আগে থেকেই রয়েছে তার দখলে। এবারে ক্রিকেটের ক্ষুদ্রতম ও আধুনিক সংস্করণে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটাও নিজের করে নিয়েছেন ভারতীয় তারকা ওপেনার। টপকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে। মার্কিন মুলুকের ফ্লোরিডায় সিরিজের দ্বিতীয় টি২০তে ৫১ বলে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেন রোহিত। মারেন ৬ চার ও ৩ ছক্কা। সবমিলিয়ে টি২০তে তার ছক্কা ১০৭। এদিন ছক্কার রেকর্ড গড়তে রোহিত ছাড়িয়ে গেছেন মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইলকে। তিনি অবশ্য এ সিরিজে খেলছেন না। গেইলের ছক্কা সংখ্যা ১০৫। মাত্র ৫৪ ইনিংসে তিনি এত ছক্কা মেরেছেন। রোহিতের নামের পাশে জ্বলজ্বল করছে ১০৭ ছক্কা। তিনি খেলেছেন ৮৮ ইনিংস। ৯৬ টি২০ ম্যাচে রোহিতের রান ২ হাজার ৪২২। ১৩৬.৯১ স্ট্রাইক রেটে এবং ৩২.৭২ গড়ে এই রান করেছেন তিনি। চার সেঞ্চুরির সঙ্গে সঙ্গে হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন ১৭ বার। তার ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটি ১১৮ রানের। ২ হাজার ৩১০ রান নিয়ে আন্তর্জাতিক টি২০তে রান সংগ্রহে দ্বিতীয় স্থানে আছেন কোহলি। সুনীল নারাইনের বলটা করেছিলেন একটু বেশিই শর্ট। পুল করে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে সীমানার ওপারে আছড়ে ফেললেন রোহিত শর্মা। আর এই ছক্কায় ভারত ওপেনার গড়লেন রেকর্ড। রবিবার রোহিত ৫১ বলে ৬৭ রান করতে ছক্কা মেরেছেন মোট ৩টি। আগের দিন প্রথম ম্যাচে ছক্কা মেরেছিলেন ২টি। ৭৬ ম্যাচে ১০৩ ছক্কা নিয়ে তৃতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে ছক্কার সেঞ্চুরি নেই আর কারও। ৯২ ছক্কা নিয়ে নিউজিল্যান্ডের কলিন মানরো চতুর্থ ও ৯১ ছক্কা নিয়ে ব্রেন্ডন ম্যাককালাম পঞ্চম স্থানে আছেন। টি২০তে বেশি রান আর সেঞ্চুরির মালিক এবার ছক্কার রেকর্ডটাকেও নিজের করে নিলেন।
×