ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খালেদার দুই মামলার শুনানি ১ সেপ্টেম্বর

প্রকাশিত: ১১:৪৬, ৬ আগস্ট ২০১৯

খালেদার দুই মামলার শুনানি ১ সেপ্টেম্বর

স্টাফ রিপোর্টার ॥ ভুয়া জন্মদিন পালন করার অভিযোগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য করা হয়েছে ১ সেপ্টেম্বর। একই দিনে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার মামলা ও শুনানির জন্য রাখা হয়েছে। সোমবার ভুয়া জন্মদিন ও মুক্তিযুদ্ধ কলঙ্কিত করার অভিযোগে মামলা দুটি শুনানির দিন ছিল। কিন্তু খালেদা জিয়ার পক্ষের আইনজীবী সময়ের আবেদন করেন। কেরানীগঞ্জের কারা ভবনে নবনির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী আদালতে ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানির জন্য এ দিন নির্ধারণ করেছেন। খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূইয়া এ তথ্য জানান। খালেদা জিয়ার বিরুদ্ধে ভুয়া জন্মদিন পালনের মামলাটি করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম। মুক্তিযুদ্ধ কলঙ্কিত করার অভিযোগে মামলা ॥ অন্যদিকে মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার অভিযোগে করা মামলায় বলা হয়, ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধী জামায়াতের সঙ্গে জোট করে নির্বাচিত হয়ে সরকারের দায়িত্ব গ্রহণ করেন বিএনপি চেয়ারপার্সন। তিনি (খালেদা জিয়া) রাজাকার-আলবদর নেতাকর্মীদের মন্ত্রী-এমপি বানিয়ে তাদের বাড়ি-গাড়িতে স্বাধীন বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকা তুলে দেন।
×