ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ঈদ বিশেষ টেলিফিল্ম ‘চিনি বাবা’

প্রকাশিত: ০৮:৩৩, ৫ আগস্ট ২০১৯

 ঈদ বিশেষ টেলিফিল্ম ‘চিনি বাবা’

সংস্কৃতি ডেস্ক ॥ মেধাবী নাট্যনির্মাতা সরদার রোকন নির্মাণ করেছেন ঈদ-উল-আজহার বিশেষ টেলিফিল্ম ‘চিনি বাবা’। টেলিফিল্মটি চ্যানেল আইতে প্রচার হবে। মঈনুল খানের গল্প ও চিত্রনাট্যে সরদার রোকনের নির্দেশনায় এবারই প্রথম অভিনয় করেছেন গুণী অভিনেতা আনিসুর রহমান মিলন। টেলিফিল্মে তার বিপরীতে অভিনয় করেছেন ভার্সেটাইল অভিনেত্রী অপর্ণা ঘোষ। এর আগে সরদার রোকনের নির্দেশনায় অপর্ণা ‘বিকেল কিনে রাখি’, ‘রহস্যজনক’, ‘বিপন্ন বালিকা’সহ আরও বেশকিছু নাটকে অভিনয় করেছেন। রোকনের নির্দেশনায় ‘চিনি বাবা’ নাটকে আনিসুর রহমান মিলন ও অপর্ণা’সহ আরও অভিনয় করেছেন রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি, আজিজুল হাকিম, আমিন আজাদ, মুকুল সিরাজ, তমাল মাহবুব, জিয়াউল হক মাসুদ, জাহাঙ্গীর আলম, ওপেলিয়া, খালিদ মাহমুদ, আমানুল হক হেলাল, শাহেদ। এরই মধ্যে রাজধানীর অদূরে পূবাইলের একটি শূটিং বাড়িতে নাটকটির দৃশ্যায়ণের কাজ শেষ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মিলন বলেন, সরদার রোকনের নির্দেশনায় এবারই আমার প্রথম কাজ করা। তার ইউনিটটি বেশ গোছানো এবং রোকন পরিকল্পনা করে গুছিয়ে কাজ করতে চায়। যে কারণে তার নির্দেশনায় কাজ করে ভীষণ ভাল লেগেছে। আমি তার নির্দেশনায় উপভোগ করেছি এবং কাজটিও বেশ আন্তরিকতা নিয়েই করেছি। অপর্ণা ঘোষ বলেন, এর আগেও রোকন ভাইয়ের নির্দেশনায় বেশকিছু ভাল ভাল গল্পের নাটকে কাজ করেছি। একজন সচেতন নাট্যনির্মাতা তিনি। চিনি বাবা নাটকের গল্পটা অন্যরকম। নাম শুনলেই মনে হতে পারে যে এটি একটি কমেডি ঘরানার নাটক। কিন্তু মূল বিষয় হলো ভেজাল আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। দ্রুত টাকা বানানোর নেশায় অনেকেই অনৈতিক ও সমাজবিরোধী কাজে লিপ্ত হচ্ছে। এই বিষয়টিই টেলিফিল্মে তুলে ধরা হয়েছে। আমার কাছে বিষয় এবং রোকন ভাইয়ের নির্দেশনায় ভাল লেগেছে। বাকিটা দর্শকের ব্যাপার। সরদার রোকন জানান আগামী ঈদের তৃতীয় দিন বিকেল ৪.৩০ মিনিটে চ্যানেল আইতে ‘চিনি বাবা’ টেলিফিল্মটি প্রচার হবে। এদিকে গেল ঈদে এশিয়ান টিভিতে প্রচার হয় আনিসুর রহমান মিলন নির্দেশিত সাত পর্বের ধারাবাহিক ‘আব্বা উকিল ডাকবো’ নাটকটি। তবে এবারের ঈদে তিনি অভিনয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন। অপর্ণা গতকাল জীবনে প্রথম বরিশাল গিয়েছেন লঞ্চে চড়ে। সেখানে তিনি আজাদ আবুল কালাম ও শতাব্দী ওয়াদুদের সঙ্গে একটি ঈদ নাটকের কাজ করে আগামীকাল ঢাকায় ফিরে রেদওয়ান রনির ‘বিহাইন্ড দ্য পাপ্পি’ নাটকের কাজ শেষ করবেন। আগামী ১ থেকে ১২ সেপ্টেম্বর তিনি ‘গন্ডি’ সিনেমার কাজ শেষ করবেন।
×