ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বামী খুনের মামলায় স্ত্রী ও দুই শ্যালকের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ১২:৫১, ১ আগস্ট ২০১৯

স্বামী খুনের মামলায় স্ত্রী ও দুই শ্যালকের মৃত্যুদণ্ড

কোর্ট রিপোর্টার ॥ ২০১২ সালে রাজধানীর দারুস সালামের টোলারবাগ এলাকায় স্বামী কে এম পারভেজ হাসান হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলায় নিহতের স্ত্রী ও দুই শ্যালকের মৃত্যুদ-ের রায় দিয়েছে আদালত। বুধবার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মোঃ কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্তরা হলেন- পারভেজ হাসানের স্ত্রী শাহানাজ পারভীন সোমা, শ্যালক গোলাম রাব্বানী ওরফে রাব্বী এবং তানজীল আলম। রায় ঘোষণার সময় দ-িতরা ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। রায় ঘোষণার পর আসামিদের কোন প্রতিক্রিয়া ছিল না। বরং রায় ঘোষণার পর দ-িত গোলাম রাব্বানী ওরফে রাব্বী পুলিশ হেফাজতেই সিগারেট ধরিয়ে ট্রাইব্যুনাল থেকে বের হন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সংশ্লিষ্ট আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মোঃ আবু আব্দুল্লাহ ভূঞা। আসামিদের পক্ষে ছিলেন এ্যাডভোকেট এএফএম আবদুল ওয়াদুদ ও মনির মোল্লা।
×