ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবার রংপুর রাইডার্সে সাকিব

প্রকাশিত: ১২:০৯, ১ আগস্ট ২০১৯

এবার রংপুর রাইডার্সে সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) সপ্তম আসর শুরু হবে ৬ ডিসেম্বর। এই আসরে এবার রংপুর রাইডার্সে খেলবেন বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি ঢাকা ডায়নামাইটস ছেড়ে এক মৌসুমের জন্য রংপুরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। দল পরিবর্তন করেছেন। বুধবার সাকিবকে নতুন আইকন খেলোয়াড় হিসেবে পরিচয় করে দিয়েছে রংপুর ফ্র্যাঞ্চাইজি। গত মৌসুমে সাকিবের নেতৃত্বে বিপিএলের ফাইনালে উঠেছিল ঢাকা। ফাইনালে অবশ্য তাদের রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। অন্যদিকে রংপুরের নেতৃত্বে ছিলেন মাশরাফি বিন মর্তুজা। বুধবার সংবাদ সম্মেলন করে চুক্তির আনুষ্ঠানিকতা সেরে ফেলেছেন সাকিব। আপাতত দুইপক্ষের চুক্তিটা এক মৌসুমের। রংপুরে এর আগেও খেলেছেন সাকিব। ২০১৫ সালের বিপিএলে রংপুরে খেলেছিলেন সাকিব। অধিনায়কত্বও করেছিলেন। কিন্তু সেবার সাফল্যের দেখা পাননি। পরের বছর থেকেই ঢাকা ডায়নামাইটসে নাম লেখান সাকিব। সেখানে ২০১৬ মৌসুমে জিতেছেন শিরোপাও। গত মৌসুমেও ঢাকার অধিনায়ক ছিলেন তিনি। ২০১৬ মৌসুম থেকে টানা তিন মৌসুমে ঢাকা ফাইনালে খেলে। একবার চ্যাম্পিয়ন হয়। দুইবার হয় রানার্সআপ। নতুন মৌসুমের জন্য আইকন ক্রিকেটার হিসেবে সাকিবকে নেয় রংপুর। ২০১৭ মৌসুমে চ্যাম্পিয়ন হয় রংপুর। মাশরাফির নেতৃত্বে হয় চ্যাম্পিয়ন। পরের আসরে আর ফাইনালে খেলতে পারেনি। এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য সাকিবকে দলে ভেড়ায় রংপুর রাইডার্স। এ চুক্তি সই শেষে সাকিব জানান, রংপুর কোচ টম মুডির সঙ্গে কাজ করতে তিনি উদগ্রীব। সানরাইজার্স হায়দরাবাদেও মুডির তত্ত্বাবধানে সাকিব খেলেছেন। সাকিব জানান, ‘আমার মনে হয় টম মুডি আছে। আমরা এক সঙ্গে হায়দরাবাদে কাজ করেছি। বেশিরভাগ দায়িত্ব সে পালন করবে। আমার দায়িত্ব থাকবে বাকিদের থেকে কিভাবে সেরাটা বের করে আনা যায় সেটা চেষ্টা করা। অধিনায়ক হিসেবে সেই দায়িত্ব আমি আগেও পালন করে এসেছি। সবার সঙ্গে পরিচয়ও আছে, তাই খুব একটা সমস্যা হবে বলে মনে হবে না।’ সঙ্গে যোগ করেন, ‘আমি খুবই এক্সাইটেড। রংপুরের হয়ে ভাল করার চেষ্টা করব। আমার দায়িত্ব পালনে সর্বাত্মক চেষ্টা করব। মাঠে আমার দায়িত্বটা ভালভাবে পালন করতে চাই। আবারও রংপুরকে শিরোপার স্বাদ দিতে চাই।’ নিয়ম অনুযায়ী এক দলে এ প্লাস ক্যাটাগরির একজনই থাকতে পারবেন। এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটারদের প্লেয়ার্স ড্রাফটের আগে দলেও ভেড়ানো যাবে। আর তাই স্বাভাবিকভাবেই সাকিব আসায় চলে যেতে হচ্ছে মাশরাফিকে। সাকিব কী এবার পারবেন রংপুরকে শিরোপার স্বাদ দিতে?
×