ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সন্তুষ্ট নন ভক্তরা ॥ যৌথভাবে তৃতীয় নোবেল

প্রকাশিত: ০৯:৩২, ৩০ জুলাই ২০১৯

সন্তুষ্ট নন ভক্তরা ॥ যৌথভাবে তৃতীয় নোবেল

সংস্কৃতি ডেস্ক ॥ অবশেষে বাংলা সঙ্গীত রিয়েলিটি শো ‘জি বাংলা সা রে গা মা পা ২০১৯’ চূড়ান্ত পর্ব প্রচার হলো রবিবার রাতে। তবে অনেক আগেই অনলাইনে এই আয়োজনের চূড়ান্ত পর্বের ফলাফল ফাঁস হয়ে গিয়েছিল। জানা গিয়েছিল বাদ পড়ছেন তুমুল আলোচিত বাংলাদেশের প্রতিযোগী নোবেল। অনুষ্ঠান প্রচারের সময় সেই ফলাফলের কোন ব্যতিক্রম দেখা যায়নি। ‘সা রে গা মা পা ২০১৯’র সেরার মুকুট উঠেছে উত্তর চব্বিশ পরগনার অঙ্কিতার মাথায়। যৌথভাবে প্রথম রানার আপ হয়েছেন কলকাতার গৌরব এবং উত্তর দিনাজপুরের স্নিগ্ধজিৎ। দ্বিতীয় রানার আপ হয়েছেন নৈহাটির প্রীতম ও বাংলাদেশের মাঈনুল আহসান নোবেল। আর কালিকা প্রসাদ ভট্টাচার্য স্মৃতি সম্মান দেয়া হয়েছে সুমনকে। এই প্রতিযোগিতার ফলাফল নিয়ে খুশি হতে পারেননি নোবেলের ভক্তরা। চলার পথে, বাসে সোশ্যাল মিডিয়াতে সবখানে আলোচনা হচ্ছে বিষয়টি নিয়ে। অনেকেই বলছেন পুরো শোতে বিচারকরা যেখানে নোবেলের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন, চূড়ান্ত পর্বে এসে নোবেলের সঙ্গে অবিচার করেছেন তারা। শেখ শাহাদাত তাসিন নামের এক নোবেল ভক্ত ফেসবুকে লিখেছেন, অবিচার করা হয়েছে নোবেলের ওপর। এটা মানা কষ্টকর। কেননা যাকে সেরা বর্ষসেরা শিল্পী হিসেবে পুরস্কৃত করা হয়েছে তার থেকে অনেক ভাল পারফরমেন্স ছিল নোবেলের। সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্র, জনপ্রিয় সঙ্গীতশিল্পী মোনালি ঠাকুর এবং শ্রীকান্ত আচার্যের মন জয় করে অন্যদের পেছনে ফেলে ফাইনালের টিকেট পেয়েছিল মোট ৬ প্রতিযোগী। সুমন, গৌরব, স্নিগ্ধজিৎ, নোবেল, অঙ্কিতা ও প্রীতম। ফাইনালে স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুখবিন্দর সিং। প্রসঙ্গত, ‘সা রে গা মা পা’র মেগা ফাইনালের সম্প্রচার রবিবার হলেও এর শূটিং সম্পন্ন হয় ২৯ জুন নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। তাই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ও নিউজ পোর্টালে আগে থেকেই এর ফলাফল প্রকাশ হয়ে যায়। তবে আনুষ্ঠানিকভাবে রবিবার সম্প্রচারের পর আবারও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে গানের এই প্রতিযোগিতাটি নিয়ে।
×