ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে সড়কের মাঝে বৈদ্যুতিক খুঁটি ॥ ঘটছে দুর্ঘটনা

প্রকাশিত: ০৮:২৮, ২৮ জুলাই ২০১৯

বাগেরহাটে সড়কের মাঝে বৈদ্যুতিক খুঁটি ॥ ঘটছে দুর্ঘটনা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের বাদামতলা-আশ্রমের মাঠ সড়কের ওপর চারটি বৈদ্যুতিক খুঁটির কারণে প্রতিনিয়ত ভোগান্তিতে শিকার হচ্ছেন যানবাহন চালক ও পথচারীরা। সড়কের উপর থেকে খুঁটি স্থানান্তরের জন্য স্থানীয়দের জোর দাবি থাকলেও টনক নড়েনি বাগেরহাট পল্লী বিদ্যুত সমিতির। বাগেরহাটের দশানি ট্রাফিক মোড় থেকে রামপালের গিলাতলা সড়কের কাড়াপাড়া আশ্রমের মাঠের পাশ থেকে শুরু হওয়া ১২ ফুট প্রস্থের সড়কটি খুলনা-বাগেরহাট মহাসড়কের বাদামতলায় এসে মিলিত হয়েছে। কাড়াপাড়া এলাকার লোকজন সহজে মহাসড়কে আসার জন্য ওই সড়কটি ব্যবহার করেন। পিচ ঢালা এ সড়কে অনেক যানবাহনও চলাচল করে। সরজমিনে গিয়ে দেখা যায়, আশ্রমের মাঠের পাশ থেকে সড়কের একটু ভেতরে ঢুকতেই সড়কের মাঝখানে পল্লী বিদ্যুতের একটি বৈদ্যুতিক খুঁটি রয়েছে। ছোট এ সড়কটির মাঝখানে অন্তত চারটি খুঁটি থাকায় যানবাহন চলাচলে ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে। এছাড়াও আরও কয়েকটি খুঁটি রয়েছে যা সড়ক লাগোয়া। বাদামতলা এলাকার বাসিন্দা রিজভী আহমেদ বলেন, আমার বাড়ির সামনের সড়কের মাঝখানে একটি বৈদ্যুতিক খুঁটি রয়েছে। সব সময় আতঙ্কে থাকি কখন বৈদ্যুতিক খুঁটিতে দুর্ঘটনা ঘটে। কারণ এ সড়কে কোন আলো (লাইট) নেই। আর দুর্ঘটনা ঘটলে প্রাথমিক ভোগান্তি আমাদেরই পোহাতে হয়। যত দ্রুত সম্ভব সড়কের উপর থেকে পল্লী বিদ্যুতের খুঁটিগুলো সরানো প্রয়োজন। রিক্সাচালক মিরাজ শেখ ও নুহু শেখ বলেন, সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি থাকায় দু’দিক থেকে দুটি গাড়ি আসলে যাতায়াত করা যায় না। যাত্রীদের নিয়ে বেশ বিপাকে পড়তে হয় ও দুর্ঘটনার আতঙ্কে থাকি। স্থানীয় বাসিন্দা নাহিদ ফরাজী বলেন, দিনে যেমন তেমন, রাতে এ রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যেতে খুবই সমস্যা হয়। সড়ক বাতি না থাকায় কয়েকদিন বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কাও খেয়েছি।
×