ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কা গেল ৭ জনের বাংলাদেশ দল

প্রকাশিত: ১০:৫৬, ২১ জুলাই ২০১৯

শ্রীলঙ্কা গেল ৭ জনের বাংলাদেশ দল

মোঃ মামুন রশীদ ॥ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শনিবার দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অবশ্য এটিকে বাংলাদেশ দল না বলে অর্ধেক দল বলাটাই সমীচীন হবে। কারণ শেষ মুহূর্তে মাশরাফি বিন মর্তুজার ইনজুরিতে এই সফরে নেতৃত্ব পাওয়া ওপেনার তামিম ইকবালের সঙ্গে মাত্র ৭ ক্রিকেটার শ্রীলঙ্কায় পৌঁছেছেন। তবে ঘরের মাটিতে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে আজ আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ খেলবেন এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান ও ফরহাদ রেজা। তারা পরদিন সোমবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর সঙ্গে শ্রীলঙ্কার ফ্লাইট ধরবেন। আজ একাই যাবেন ডানহাতি পেসার রুবেল হোসেন। আর শনিবার রাতেই ভারতে বিসিবি একাদশের হয়ে খেলতে যাওয়া পেসার তাসকিন আহমেদ ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ছাড়াও ফিজিও হিসেবে বায়েজিদুল ইসলাম তামিমদের সঙ্গে শ্রীলঙ্কায় যোগ হয়েছেন। সবমিলিয়ে কোচিং স্টাফসহ নিয়মিত কয়েকজন ক্রিকেটার, নিয়মিত অধিনায়ককে ছাড়া শ্রীলঙ্কায় একেবারে ভাঙ্গাচোরা চেহারার একটি বাংলাদেশ দল খেলবে এবার। বিশ্বকাপ মিশন শেষে মাত্র ১৩ দিন আগে দেশে ফিরে এসেছিল বাংলাদেশ দল। ইংল্যান্ডে বিশ্বকাপ মিশনে থাকার সময়ে বেশ কয়েকজন ইনজুরি সমস্যায় ভুগেছেন। পুরোপুরি ফিটনেস না থাকলেও খেলা চালিয়ে গেছেন তারা। সেটার প্রভাব এবার শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে পড়েছে। শুক্রবার শেষদিনের অনুশীলনে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে আঘাত পেয়ে একমাসের জন্য ক্রিকেট থেকে ছিটকে গেছেন অধিনায়ক মাশরাফি। তিনি ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরি নিয়েই আয়ারল্যান্ডে হওয়া ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ খেলে গেছেন। এমনকি ফিজিও’র পরামর্শ অনুসারে স্ক্যানও করাননি। তবে শ্রীলঙ্কা সফরের আগে জানানো হয়, মাশরাফি খেলার জন্য মোটামুটি ঠিকই আছেন। কিন্তু শেষ মুহূর্তের ইনজুরিতে আর তার যাওয়া হলো না শ্রীলঙ্কায়। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও ছুটিতে। তাই তামিমের কাঁধে বর্তেছে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেয়ার ভার। সাকিব এই সফরে থাকলে সহঅধিনায়ক হিসেবে তিনিই নেতৃত্বে থাকতেন। এছাড়া লিটন কুমার দাসও ছুটিতে থাকায় তিনি এই সফরে নেই। শেষ মুহূর্তে এমনকি ফর্মে থাকা পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও ছিটকে পড়েছেন। বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেননি তিনি পিঠের ইনজুরিতে। বাকি ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়েছিলেন। এখন তার পিঠের ব্যথাটা আরও বাজে পরিস্থিতির দিকে গেছে। তাই শুক্রবার রাতে তার বদলি হিসেবে পেস অলরাউন্ডার ফরহাদকে ও মাশরাফির বদলি হিসেবে তাসকিনকে দলে টানা হয়েছে। অর্থাৎ নিয়মিত সদস্যদের মধ্যে অপরিহার্য বেশ কয়েকজনকে ছাড়াই এবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। তবে ইনজুরি সমস্যা কাটিয়ে মুশফিকুর রহীম ও মাহমুদুল্লাহ রিয়াদ যেতে পেরেছেন দলের সঙ্গে। শনিবার অফিসিয়ালি বাংলাদেশ দলের শ্রীলঙ্কা গমনের তারিখ নির্ধারিত ছিল। সময় মোতাবেক সেই ফ্লাইটে দেখা গেছে মাত্র ৭ ক্রিকেটারকে। অধিনায়ক তামিমের সঙ্গে ছিলেন সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মুশফিক ও রিয়াদ। তারা শ্রীলঙ্কা পৌঁছেছেন আপাতত পেস বোলিং কোচ হিসেবে চম্পকা রমানায়েকে, অস্থায়ী ব্যাটিং কোচ হিসেবে ওয়াসিম জাফর, অন্তর্বর্তীকালীন প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন, কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ন ও ম্যানেজার হিসেবে সাব্বির খান। এদিন সন্ধ্যার পরেই তাদের সঙ্গে যোগ হয়েছেন তাসকিন ও তাইজুল। ভারতে বিসিবি একাদশের হয়ে আমন্ত্রণমূলক চারদিনের ম্যাচের এক টুর্নামেন্টে খেলছিলেন তারা। দুই ম্যাচও খেলেছেন। তাদের সঙ্গে ফিজিও হিসেবে বায়েজিদ যোগ দিয়েছেন। ছুটি কাটিয়ে ফিল্ডিং কোচ রায়ান কুকও একই দিনে সরাসরি শ্রীলঙ্কায় গেছেন। তবে সফরকারী আফগানিস্তান ‘এ’ দলের সঙ্গে সিরিজের প্রথম দুই ওয়ানডে খেলার জন্য জাতীয় দলের ফ্লাইটে যোগ হতে পারেননি সাব্বির, বিজয়, ফরহাদ ও মিঠুন। প্রথম ম্যাচে তারা পেসার রুবেলকে নিয়ে খেলেছিলেন। তবে ৭.৫ ওভার করার পর রুবেল পায়ে আঘাত পেয়ে আর বোলিং করেননি। তার অবস্থা তেমন খারাপ না হলেও আর ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। তাই আজ বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দ্বিতীয় ওয়ানডে না খেলেই একা শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। সাব্বির, ফরহাদ, মিঠুন, বিজয় আজকের ম্যাচটি খেলবেন। সোমবার তারা নান্নুর সঙ্গে শ্রীলঙ্কায় যাবেন। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য ২২ জনের ওয়ানডে দল ঘোষণা করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। অথচ সেখানে শনিবার শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের মাত্র ৯ ক্রিকেটার পৌঁছুতে পেরেছেন। জোড়াতালির এই দলটি গত ১৬ জুলাই ঘোষিত দলের মতো নয়। শেষ মুহূর্তে বদলে গেছে দলের চেহারা, বদলে গেছে অধিনায়কও। ২৬ জুলাই প্রথম ওয়ানডেতে নামার আগে মঙ্গলবার একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সেই ম্যাচের আগেরদিন একাদশ গড়ার মতো প্রয়োজনীয় সংখ্যক ক্রিকেটার পাবেন তামিমরা। রুবেল আজ যোগ হলে দলের সদস্য হবেন ১০ জন। মঙ্গলবার বাকি ৪ জন যাওয়ার পর পুরো স্কোয়াড পূর্ণ হবে। এ দলটিতে অপ্রত্যাশিতভাবে সুযোগ পেয়ে গেছেন তাসকিন ও ফরহাদ। দু’জনই বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে ছিলেন। তবে দু’জনই কোন ম্যাচ খেলার সুযোগ পাননি। পরে বিশ্বকাপ দলেও ঠাঁই হয়নি তাদের। বিজয় তো আগেই ঘোষিত দলে ফিরেছেন এক বছর পর। আর পেসার তাসকিন সর্বশেষ ২০১৭ সালে জাতীয় দলের জার্সিতে খেলেছেন। সে বছর অক্টোবরে শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা সফরে বাজে ফর্মের জন্য দল থেকে ছিটকে যান। তবে প্রিমিয়ার লীগ, বিপিএলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে নিউজিল্যান্ড সফরের দলে ফিরেছিলেন এ বছর মার্চে। কিন্তু ইনজুরিতে পড়ে ছিটকে গিয়েছিলেন। পুরো ফিটনেস ফিরে না পাওয়ায় বিশ্বকাপের দলে জায়গা পাননি তিনি। এবার শ্রীলঙ্কা সফরের দলেও সুযোগ হয়নি প্রথমে। তবে বিসিবি একাদশের পক্ষে শেষ চারদিনের ম্যাচে পাতিল ক্রিকেট একাডেমির বিরুদ্ধে ৫ উইকেট শিকার ও মাশরাফির ইনজুরি আবার তাকে ফেরার পথ করে দিয়েছে। ৩২ বছর বয়সী ফরহাদ ৮ বছর পর আয়ারল্যান্ডগামী ওয়ানডে দলে ফেরেন বিপিএল ও প্রিমিয়ার লীগে দুর্দান্ত ফর্ম দেখিয়ে। তখন ম্যাচ খেলার সুযোগ না পেলেও এবার সাইফউদ্দিনের ইনজুরি আরেকবার দলে জায়গা করে দিয়েছে তাকে। ২০১৬ সালে আফগানিস্তানের বিপক্ষে শেষবার ওয়ানডে খেলেছিলেন তাইজুল। লম্বা বিরতির পর জাতীয় দলে ফিরছেন তিনি মূলত ঘরোয়া আসর এবং ভারতে চলমান টুর্নামেন্টে বিসিবি একাদশের হয়ে দুর্দান্ত বোলিং করে। প্রায় এক বছর পর বাংলাদেশ দলে ডাক পেয়েছেন ডানহাতি ব্যাটসম্যান বিজয়। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে জাতীয় দলের পোশাকে খেলেছিলেন তিনি। অর্থাৎ সবমিলিয়ে বিশ্বকাপ খেলা দলটিতে ব্যাপক রদবদল ঘটেছে। মাশরাফি, সাকিব, লিটন, সাইফউদ্দিনকে ছাড়া শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ দলটিকে অচেনাই মনে হবে। সেই দলটির জন্য চ্যালেঞ্জ ২৬, ২৮ ও ৩১ জুলাই স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৩টি দিবারাত্রির ওয়ানডে ম্যাচে। যারা সুযোগ পেয়েছেন তাদের জন্যও দারুণ সুযোগ নিজেদের সামর্থ্য প্রমাণ করার।
×