ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোরেলার মৃত্যু নিয়ে তদন্ত

প্রকাশিত: ১০:২০, ১৪ জুলাই ২০১৯

 কোরেলার মৃত্যু নিয়ে তদন্ত

অস্ট্রেলিয়ার এ্যাডিলেড শহরে রহস্যজনকভাবে মারা গেছে অনেকগুলো কোরেলা (কাকাতুয়ার একটি প্রজাতি)। বিশেষজ্ঞদের ধারণা, পাখিগুলো বিষক্রিয়ায় মারা যেতে পারে। ৯ ও ১০ জুলাই একটি মাঠে ৬০টির বেশি পাখি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পাখিগুলো অসুস্থ হওয়ায় ওড়ার সময় আকাশ থেকে পড়েছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। কয়েকটি পাখি জীবিত থাকায় তাদের দ্রুত পশু চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হয়। তবে, তাদের বাঁচানো যায়নি। মারা যাওয়া পাখিগুলোর মধ্যে অন্তত ৫৭টি ছিল লম্বা ঠোঁটের কোরেলা। বাকিগুলো ছোট ঠোঁটের কোরেলা। রাজ্যের পরিবেশ ও পানি বিভাগ জানিয়েছে, পাখিগুলোর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। লম্বা ঠোঁট ও ছোট ঠোঁট এই দুই প্রজাতির কোরেলাকেই সুরক্ষিত ঘোষণা করেছে দেশটির সরকার। বেআইনীভাবে এদের হত্যা করলে জেল-জরিমানা হতে পারে। -নিউজ উইক
×