ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে মার্কিন সাহায্য অব্যাহত থাকবে ॥ মিলার

প্রকাশিত: ০৯:৩১, ১১ জুলাই ২০১৯

 বাংলাদেশে মার্কিন সাহায্য অব্যাহত থাকবে ॥ মিলার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মানবিক বিপর্যয় এড়াতে যেভাবে বাংলাদেশ রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে তার ভূয়সী প্রশংসা করে বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, এই কাজে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে রয়েছে। বাংলাদেশের জন্য মার্কিন সরকারের সহায়তা অব্যাহত থাকবে। বরিশালে তিন দিনের সফরের প্রথমদিন মঙ্গলবার সন্ধ্যায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, রোহিঙ্গা নির্যাতনের জন্য যেসব ব্যক্তি দায়ী তাদের বিচারের আওতায় আনতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে আমেরিকা সরকার চায় আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে মিয়ানমারের প্রতি চাঁপ অব্যাহত রাখতে। রাষ্ট্রদূত আরও বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে গুরুত্ব দিয়ে কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। রোহিঙ্গাদের ফিরে যাওয়া নিশ্চিতের জন্য আগে নিরাপত্তা পরিবেশ সৃষ্টি করতে হবে। বরিশালের বিভাগীয় কমিশনার রামচন্দ্র দাস ও ডিআইজি মোঃ শফিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকের সঙ্গে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলামসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বুধবার সকালে রাষ্ট্রদূত মিলার পিরোজপুর জেলার ভান্ডারিয়ায় সফর করেন। দুপুরে তিনি ঝালকাঠি জেলার ভিমরুলিতে ভাসমান পেয়ারা বাজার পরিদর্শন করেন। বিকেলে রাষ্ট্রদূত বাংলাদেশ বেতার বরিশালে রেডিও সাক্ষাতকারে অংশগ্রহণ করে বরিশালের ঐতিহ্যবাহী কড়াপুর মিঞা বাড়ি জামে মসজিদ পরিদর্শন করেন। ১৭০৪ সালে প্রতিষ্ঠিত এই মসজিদ প্রথম সংস্কার করা হয় ১৯৫৫ সালে। সর্বেশেষ মসজিদটি সংস্কার করেন মিয়াবাড়ির সদস্য আমিনুর রহমান ফিরোজ। তিনি নিজে এবং তার পরিবারের সদস্যরা রাষ্ট্রদূতকে মসজিদের ইতিহাস বর্ণনা করেন। পিরোজপুর থেকে আমাদের নিজস্ব সংবাদদাতা জানান, মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বুধবার সকালে পিরোজপুর জেলার ভান্ডারিয়ায় এক শুভেচ্ছা সফরে আসেন। এ সময় রাষ্ট্রদূত সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপির সঙ্গে তার ভান্ডারিয়াস্থ বাস ভবনে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাতকালে জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে বন্যা, লবণাক্ততা ও ঘূর্ণীঝড় জলোচ্ছাস এবং ভান্ডারিয়া উপজেলায় জলবায়ু পরিবর্তনে অভিঘাত মোকাবেলায় গৃহীত বিভিন্ন কর্মসূচীর বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করা হয়। সিইআইপি (উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্প) প্রকল্প পরিচালক মোঃ হাবিবুর রহমান ভান্ডারিয়া উপজেলায় বাস্তবায়নাধীন প্রকল্প বিষয়ে রাষ্ট্রদূতকে ধারণা দেন। এছাড়া ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল আলম পরিবেশ সংরক্ষণে ভান্ডারিয়ায় গৃহীত ও চলমান প্রকল্প সম্পর্কে বর্ণনা দেন।
×