ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পরকীয়ার সাজা-দন্ডবিধি কেন অবৈধ হবে না ॥ হাইকোর্টের রুল

প্রকাশিত: ১০:১০, ৯ জুলাই ২০১৯

 পরকীয়ার সাজা-দন্ডবিধি কেন অবৈধ হবে না ॥ হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার ॥ বিবাহবহির্ভূত (পরকীয়া করার অপরাধে) সম্পর্কের সাজা সংক্রান্ত দন্ডবিধির ৪৯৭ ধারা কেন অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এইরুল জারি করে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক ও এ্যাডভোকেট ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি এ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।
×