ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধলাই নদীতে নৌকা ডুবে ও স্রোতে ভেসে পাঁচজনের মৃত্যু

প্রকাশিত: ০৯:৪২, ৮ জুলাই ২০১৯

 ধলাই নদীতে নৌকা  ডুবে ও স্রোতে  ভেসে পাঁচজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে পৃথক নৌকাডুবিতে চার এবং এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া দুই শিশু ও বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। রবিবার ভোরে ধলাই নদীর রাজনগরে বালুবোঝাই নৌকা ডুবে দুই শ্রমিকের মৃত্যু হয়। বেলা সাড়ে ১১টার দিকে টুকেরবাজারে খেয়া নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ হয়। জানা যায়, রবিবার ভোরে ধলাই নদীতে বালুবোঝাই একটি নৌকা ডুবে যায়। এতে নাঈম হোসেন ও জমির হোসেন নামের দুই শ্রমিক মারা যায়। তাদের বাড়ি সুনামগঞ্জের বিশ^ম্ভরপুর। বেলা সাড়ে ১১টার দিকে ধলাই নদীর টুকেরবাজার এলাকায় একটি খেয়ানৌকা ডুবে যায়। এতে দুই শিশু নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর থেকে সন্ধ্যা পর্যন্ত শিশু দুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। বেইলি ব্রিজ ভেঙ্গে ট্রাক খাদে ॥ সিলেটের গোয়াইনঘাট উপজেলার সারী- গোয়াইনঘাট সড়কের বার্কিপুরে বেইলি ব্রিজ ভেঙ্গে সিমেন্ট বোঝাই ট্রাক খাদে পড়ায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। রবিবার সকাল সাড়ে ১০টায় সিমেন্টবাহী একটি ট্রাক সিলেট শহর থেকে গোয়াইনঘাট উপজেলা সদরে প্রবেশের সময় বার্কিপুর বেইলি ব্রিজের ওপর পৌঁছামাত্র ব্রিজটির স্লিপার ভেঙ্গে খাদে পড়ে যায়।
×