ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় মাদক মামলায় তিন শ্রমিকের যাবজ্জীবন

প্রকাশিত: ০৯:১৪, ৫ জুলাই ২০১৯

 কুষ্টিয়ায় মাদক মামলায় তিন শ্রমিকের  যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৪ জুলাই ॥ মাদক মামলায় তিন পরিবহন শ্রমিকের যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দ-প্রাপ্তরা হলো কুষ্টিয়া সদর উপজেলার ফকিরাবাদ দত্তপাড়া গ্রামের হামিদ আলী ম-লের ছেলে বাসচালক ঠান্ডু মন্ডল (৪০), খেজুরতলা ওয়াপদা মোড় গ্রামের আজিজুর রহমানের ছেলে বাসের হেলপার সাগর (৩৫) ও মিরপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত পটল ওরফে নবিন প্রামাণিকের ছেলে বাসের সুপারভাইজার সোহেল রানা (৩২)। আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর, সকাল ১১টায় র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা থেকে আসা যাত্রীবাহী বাস ‘বিবিএস এক্সক্লুসিভ মাহদী’ নং কুষ্টিয়া-জ-১১-০০১১ কুষ্টিয়া বাস টার্মিনালে থামলে সেটিতে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম ওজনের দুটি প্যাকেটে মোট ১ কেজি হিরোইনসহ বাসের ড্রাইভার, হেলপার ও সুপারভাইজারকে আটক করে।
×