ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে হাত-পা বাঁধা কৃষকের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৯:১২, ৫ জুলাই ২০১৯

 ঝিনাইদহে হাত-পা বাঁধা কৃষকের  লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৪ জুলাই ॥ কালীগঞ্জে হোসেন আলী (৬৫) নামের এক কৃষকের হাত-পা বাঁধা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামের মাঠ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের আরশেদ আলীর ছেলে। কালীগঞ্জ থানার ওসি ইউনুস আলী জানান, বুধবার বিকেলে হোসেন আলী গরু কিনতে প্রায় ৬০ হাজার টাকা নিয়ে গান্না বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে সে নিখোঁজ ছিল। বৃহস্পতিবার সকালে মাঠে কৃষকরা হোসেন আলীর মৃতদেহ গাছে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে হাত-পা বেঁধে গাছে ঝুলিয়ে রাখে। ঠাকুরগাঁও নিজস্ব সংবাদদাতা ঠাকুরগাঁও থেকে জানান, পীরগঞ্জ উপজেলার থুমনিয়া শালবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত এক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বন বিভাগের পীরগঞ্জ বন বিটের শালবাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়। পীরগঞ্জ থানার ওসি বজলুর রশীদ জানান, শালবাগানের চার শ’ মিটার ভেতরে একটি শালগাছে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে বন বিভাগ কর্তৃপক্ষ থানায় খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়। ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। বরিশাল স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, নিখোঁজের একদিন পর বাড়ির পাশের ডোবা থেকে ভ্যানচালক মোসলেম উদ্দিন গাইনের (৬০) লাশ বুধবার সন্ধ্যায় উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের। মোসলেম উদ্দিন ওই গ্রামের মৃত সফিজ উদ্দিন গাইনের পুত্র। থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, মঙ্গলবার বিকেলে মোসলেম বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর বুধবার সন্ধ্যায় মোসলেমের ভাতিজী রিপা খানম বাড়ির পাশের একটি ভিটার ডোবায় মোসলেমের লাশ দেখে পুলিশকে খবর দেয়।
×