ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাসান ইমামের ‘আকাশ আমার ভরলো আলোয়’ গ্রন্থের প্রকাশনা

প্রকাশিত: ১০:৩৩, ১ জুলাই ২০১৯

 হাসান ইমামের ‘আকাশ আমার ভরলো আলোয়’ গ্রন্থের প্রকাশনা

স্টাফ রিপোর্টার ॥ বহুমাত্রিক প্রতিভায় উজ্জ্বল এক মানুষ সৈয়দ হাসান ইমাম। দেশের সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক আন্দোলন ও বিকাশে রেখেছেন অনন্য ভূমিকা। তার সেই বর্ণিল জীবনের কথা এবার উঠে এল বইয়ের পাতায়। কিংবদন্তি এই ব্যক্তিত্ব লিখেছেন আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আকাশ আমার ভরলো আলোয়’। প্রায় পাঁচ বছরর ধরে লেখার পর সম্পাদনা শেষে এই প্রকাশিত হলো এই সংস্কৃতিজন রচিত গ্রন্থটি। বইটির প্রকাশনা উৎসবের আলোচনায় লেখক বললেন, আমার জীবনের অনেকটাই এসেছে বইয়ে। আবার অনেক কিছুই আসেনি। তবে এসব মিলিয়েই আমার জীবন। রবিবার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন হয়। একইসঙ্গে উদ্বোধনী প্রদর্শনী হয় হাসার ইমামের জীবনীনির্ভর প্রামাণ্যচিত্র ‘বিনম্র মানুষ বিক্ষুব্ধ শিল্পী’। তথ্যচিত্রটি নির্মাণ করেছেন তার মেয়ে সঙ্গীতা ইমাম। এককই আয়োজনে উদ্্যাপন করা হয় সৈয়দ হাসান ইমাম ও লায়লা হাসানের দাম্পত্য জীবনের ৫৪তম বার্ষিকী। এ অনুষ্ঠানের আয়োজন করে বইটির প্রকাশনা সংস্থা পাঞ্জেরি পাবলিকেশন্স। অনুভূতি প্রকাশ করে সৈয়দ হাসান ইমাম বলেন, আমার জীবনে কোন আকাক্সক্ষা ছিল না। কিছু হতে চাইনি কখনও। এজন্য বারবার জীবনের গতি পরিবর্তন করতে পেরেছি। এর পেছনে আমার মায়ের ভূমিকা অনেকখানি। কারণ, তিনি কখনও আমাকে কোন কিছুতেই বাধা দেননি। যা করতে চেয়েছে, তাই করতে পেরেছি। আমাকে আমার বন্ধু-বান্ধবরা যেমন ভালবেসেছেন, তেমনি ভালবেসেছেন সাধারণ মানুষ। তাদের এ ভালবাসার ঋণ কোনদিন শোধ করতে পারব না। প্রকাশনা অনুষ্ঠানে বইটি নিয়ে আলোচনা করেন সৈয়দ হাসান ইমামের স্ত্রী লায়লা হাসান, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, রাজনীতিবিদ নূহ-উল আলম লেনিন, উদীচীর সহ-সভাপতি মাহমুদ সেলিম, নাট্যজন গোলাম রব্বানী, মারুফ রসূল প্রমুখ। পাঞ্জেরি পাবলিকেশন্সের চেয়ারম্যান কামরুল হাসান শায়কের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সঙ্গীতা ইমাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক রতন সিদ্দিকী। লায়লা হাসান বলেন- স্বামী, পিতা, সন্তান হিসেবে তিনি অনন্য। আমি দোয়া করি, সব মেয়ে যেন তার মতো স্বামী, সব সন্তান যেন তার মতো পিতা এবং সকল বাবা-মা যেন তার মতো সন্তান পান। আবুল মাল আবদুল মুহিত বলেন, বইটি পড়ে আমার খুব ভাল লেগেছে। তিনি যেটাকে আদর্শ মনে করেন তা তিনি যে কোনভাবে পালন করেন। এটা তার চরিত্রের অত্যন্ত দৃঢ়তর একটি দিক। নাসির উদ্দীন ইউসুফ বলেন, তিনি এমন একজন মানুষ যিনি রাজনৈতিক দীক্ষার সঙ্গে সাংস্কৃতিক প্রেরণাকে যুক্ত করেছিলেন। আমাদের প্রজন্মের মুক্তিযোদ্ধারা সৈয়দ হাসান ইমামের প্রতি কৃতজ্ঞ। তার প্রেরণা আমাদের মুক্তিযুদ্ধে বিশাল অবদান রেখেছিল। নূহ-উল আলম লেনিন বলেন, তার জীবন আমাদের কাছে শিক্ষণীয় ও প্রেরণার উৎস। বাংলাদেশের সাংস্কৃতিক জগতে যে কজন বিরলপ্রজ মানুষ রয়েছেন তাদের মধ্যে হাসান ইমাম সবচেয়ে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। গোলাম কুদ্দুছ বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশের প্রতিটি রাজনৈতিক, সাংস্কৃতিক আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কোন কোন মানুষ স্বার্থের জন্য খোলস পাল্টায়। কিন্তু হাসান ইমাম কখনোই স্বার্থের জন্য তার আদর্শ থেকে বিচ্যুত হননি। তার জীবন একজন নিষ্ঠাবান সৎ আদর্শবান সচেতন সংস্কৃতিবান মানুষের ‘প্রতীক’। মাহমুদ সেলিম বলেন, কাজ ছাড়া আর কিছু কখনই তার মাথায় ছিল না। তিনি যেটি মনস্থির করেন, সেটাই করেন। এ ধরনের বিরলপ্রজ মানুষ আমাদের সমাজে বড্ড অভাব। সঙ্গীতা ইমাম বলেন, বইটিতে হাসান ইমাম তার ৮৪ বছরের জীবনকে উদ্্যাপনের কথা তুলে ধরেছেন। এটা শুধু আত্মজীবনীমূলক গ্রন্থ নয়, ইতিহাসও। সেই সূত্র ধরে উঠে এসেছে এদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের অনেক না জানা কথা। সৈয়দ হাসান ইমামের আত্মজৈবনিক গ্রন্থটির মূল্য রাখা হয়েছে ৬৩০ টাকা। বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। বৃত্তের বাইরে ফিল্মস প্রযোজিত ‘বিনম্র মানুষ বিক্ষুব্ধ শিল্পী’ প্রামাণ্যচিত্রের পরিচালক সঙ্গীতা ইমাম। ৭১ মিনিটের এ প্রামাণ্যচিত্রের তথ্য ও গবেষণা করেছেন মারুফ রসূল। জাতীয় চারুকলা প্রদর্শনী শুরু আজ ॥ প্রতিশ্রুতিশীল শিল্পীদের বহুমাত্রিক শিল্পসম্ভার নিয়ে আজ সোমবার থেকে শুরু হবে ২৩তম জাতীয় চারুকলা প্রদর্শনী। শিল্পকলা একাডেমি আয়োজিত প্রদর্শনীতে জাতীয় চিত্রশালার গ্যালারিগুলোয় দেখা মিলবে ৩১০ শিল্পীর সৃজিত ৩২২ শিল্পকর্ম। এগুলোর মধ্যে থাকবে বিভিন্ন মাধ্যমে ১৫৯ চিত্রকলা, ৪৫ ভাস্কর্য, ৫০ ছাপচিত্র, ১৭ কারুশিল্প, ৮ মৃৎশিল্প, ৩৭ স্থাপনাশিল্পী ও ভিডিও আর্ট এবং ৭ কৃৎকলা (পারফরমেন্স আর্ট)। আজ সোমবার বিকেলে একাডেমির জাতীয় চিত্রশালায় প্রদর্শনীর উদ্বোধন ও বিজয়ী শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। বিশেষ অতিথি থাকবেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেবেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক শিল্পী আশরাফুল আলম পপলু। রবিবার বিকেলে একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী। উপস্থিত ছিলেন চারুকলা বিভাগের পরিচালক আশরাফুল আলম পপলু। লিয়াকত আলী লাকী বলেন, জাতীয় চারুকলা প্রদর্শনীটি মূলত তরুণ শিল্পীদের উৎসব। বর্তমানের প্রতিষ্ঠিত ও অনেক বরেণ্য শিল্পী একসময় নিজেদের মেলে ধরেছেন এই প্রদর্শনীর মাধ্যমে। তাদের বেশিরভাগই কোন না কোন সময় জাতীয় এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন। তাই প্রতিশ্রুতিশীল চারুশিল্পীদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ একটি আয়োজন। জাতীয় সংস্কৃতির গৌরবময় বিকাশকে অব্যাহত রাখতে ১৯৭৫ সালে এ জাতীয় চারুকলা প্রদর্শনী শুরু হয়। দুই বছর পরপর একাডেমির চারুকলা বিভাগ নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী, জাতীয় ভাস্কর্য প্রদর্শনী, দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী এবং জাতীয় চারুকলা প্রদর্শনী আয়োজনসহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রদর্শনী আয়োজন করে আসছে। সংবাদ সম্মেলনে জানানো হয় এবারের আসরে সারাদেশ ৮১০ শিল্পীর শিল্পকর্ম জমা পড়ে। সেখান থেকে ৩১০ শিল্পীর ৩২২ শিল্পকর্ম নিবাচন করেন প্রাথমিক বাছাই কমিটির বিচারকরা। প্রদর্শনীর জন্য নির্বাচিত শিল্পকর্মগুলো থেকে পুরস্কারের জন্য গঠিত বিচারকমন্ডলীর রায়ের ভিত্তিতে নয় শিল্পীকে প্রদান করা হবে ৮ পুরস্কার। প্রদর্শনীতে সব মাধ্যমের ভেতর থেকে নির্বাচিত একটি শিল্পকর্মকে শ্রেষ্ঠ বিবেচনায় প্রদান করা হবে দুই লাখ টাকা মূল্যমানের বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার। ভাস্কর্য বিভাগে শিল্পকলা একাডেমির সম্মানসূচক পুরস্কারপ্রাপ্ত শিল্পী পাবেন এক লাখ টাকা। এছাড়া ছাপচিত্র, চিত্রকলা ও নিউ মিডিয়া বিভাগে শিল্পকলা একাডেমি সম্মানসূচক পুরস্কারপ্রাপ্ত তিন শিল্পীর প্রত্যেককে এক লাখ টাকা করে প্রদান করা হবে। বেঙ্গল ফাউন্ডেশন পুরস্কারপ্রাপ্ত শিল্পী পাবেন এক লাখ টাকা। দীপা হক পুরস্কারপ্রাপ্ত শিল্পী পাবেন কুড়ি হাজার টাকা। চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন পুরস্কারজয়ী শিল্পীকে দেয়া হবে ৫০ হাজার টাকা। একুশ দিনব্যাপী প্রদর্শনীটি চলবে ২১ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বিকেল ৩টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্র্র্র্র্র্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
×