ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রসূতিদের অপ্রয়োজনীয় সিজার বন্ধে নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ১০:০৯, ১ জুলাই ২০১৯

 প্রসূতিদের অপ্রয়োজনীয় সিজার বন্ধে নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ দেশে প্রসূতি মায়েদের অপ্রয়োজনীয় সিজার বন্ধে একটি নীতিমালা তৈরি করে ছয় মাসের মধ্যে তা প্রতিবেদন আকারে দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তথ্য গোপন করে এক মামলায় তিনবার জামিন আবেদন করায় এক আসামির বাবাকে তিন লাখ টাকা জরিমানা করেছে আদালত। এদিকে সাময়িক বরখাস্ত পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান হাইকোর্টে জামিনের আবেদন করেছেন। অন্যদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুতকেন্দ্র প্রকল্পে কর্মকর্তা-কর্মচারীদের জন্য গ্রিনসিটি আবাসন পল্লীর বিছানা, বালিশ, আসবাবপত্র অস্বাভাবিক মূল্যে কেনা ও তা ভবনে তোলার ঘটনায় গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের বিষয়ে হাইকোর্টের শুনানি আজ সোমবার। রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ দেয়। আগামী এক মাসের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরকে কমিটি গঠন এবং সে কমিটিকে ৬ মাসের মধ্যে নীতিমালা করার নির্দেশ দিয়েছেন আদালত। বাংলাদেশ লিগ্যাল এইড এ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) দায়ের করা এক রিটের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোঃ আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এসব আদেশ দেন। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৫ ডিসেম্বর দিন নির্ধারণ করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাশনা ইমাম। সঙ্গে ছিলেন ব্লাস্টের আইনজীবী আয়শা আখতার। এর আগে দেশে অপ্রয়োজনীয় সিজার নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করে ব্লাস্ট। তথ্য গোপন করায় তিন লাখ টাকা জরিমানা ॥ তথ্য গোপন করে এক মামলায় তিনবার জামিন আবেদন করায় এক আসামির বাবাকে তিন লাখ টাকা জরিমানা করেছে হাইকোর্ট। বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আগামী ১০ দিনের মধ্যে এ অর্থের অর্ধেক আগারগাঁওয়ের প্রবীণ হিতৈষী সংঘকে এবং বাকি অর্ধেক গাজীপুরের বৃদ্ধাশ্রমকে দিতে হবে। আদালতে আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আশরাফ উদ্দিন ভুঁইয়া ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পক্ষে আইনজীবী মোঃ আবদুস সামাদ। ডিআইজি মিজানের জামিন আবেদন ॥ সাময়িক বরখাস্ত পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান হাইকোর্টে জামিনের আবেদন করেছেন। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন তিনি। রবিবার দুদকের আইনজীবী মোঃ খুরশীদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। বিচারপতি ওবায়েদুল হাসান ও বিচারপতি কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে জামিন আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে গত ২৫ জুন রাতে তাকে বরখাস্ত করে পুলিশ অধিদফতরে সংযুক্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আদেশ জারি করা হয়। বালিশকান্ডে রিটের শুনানি আজ ॥ রূপপুর পারমাণবিক বিদ্যুতকেন্দ্র প্রকল্পে কর্মকর্তা-কর্মচারীদের জন্য গ্রিনসিটি আবাসন পল্লীর বিছানা, বালিশ, আসবাবপত্র অস্বাভাবিক মূল্যে কেনা ও তা ভবনে তোলার ঘটনায় গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের বিষয়ে হাইকোর্টের শুনানি আজ সোমবার। রবিবার রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মোঃ সরওয়ার্দীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ দিন ধার্য করে আদেশ দেন।
×