ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ কমলা রঙের জার্সি পরবেন কোহলিরা

প্রকাশিত: ১০:৫৯, ৩০ জুন ২০১৯

 আজ কমলা রঙের জার্সি পরবেন কোহলিরা

স্পোর্টস রিপোর্টার ॥ আয়োজক ইংল্যান্ডের সঙ্গে নিজেদের জার্সির রং মিলে যাওয়ায় বিশ্বকাপে দু’দলের মুখোমুখি লড়াইয়ে আজ ভারতকে নতুন জার্সিতে খেলতে দেখা যাবে। আর এই জার্সিতে রয়েছে কমলা রঙের আধিক্য। ওয়ানডে ক্রিকেটে রঙিন জার্সির ব্যবহার শুরু হওয়ার পর এবারই প্রথম এমন জার্সি পরে খেলবে ভারত। কমলা জার্সি গায়ে ইংলিশদের বিপক্ষে মাঠে নামবে ভারত তা জানা গিয়েছিল আগেই। তবে নকশা নিয়ে ছিল জল্পনা-কল্পনা। অবশেষে আনুষ্ঠানিকভাবে পাওয়া গেছে জার্সির নকশা। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ২৮ জুন দলের ‘এ্যাওয়ে’ জার্সির নকশা উন্মোচন করে। জার্সির পুরোটা অবশ্য কমলা রঙের নয়। পেছনের দিকের অংশ ও হাতা কমলা রঙের। আর সামনের অংশটা গাঢ় নীল রঙের, তাদের চিরায়ত জার্সির মতো হাল্কা নীল নয়। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির পক্ষ থেকে ভারতের কমলা জার্সির বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানানো হয়েছে, ‘বিশেষ উপলক্ষ। বিশেষ পোশাক। ভারতীয় দল রবিবার এটা ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে পরিধান করবে।’ এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে ‘হোম’ ও ‘এ্যাওয়ে’ জার্সির প্রচলন শুরু করেছে আইসিসি। মূলত ফুটবল থেকে অনুপ্রেরণা নিয়েই তাদের এমন উদ্যোগ। আইসিসি আয়োজিত কোন প্রতিযোগিতার যে সব ম্যাচ টেলিভিশনে সম্প্রচার করা হবে সেখানে দু’দলের জার্সির রং মিলে গেলে এক দলকে ভিন্ন রঙের (এ্যাওয়ে) জার্সিতে খেলতে হবে। তবে স্বাগতিক দল সবসময়ই ‘হোম’ জার্সিতে খেলতে পারবে। তাই ইংল্যান্ড ম্যাচে ভারতকে জার্সি বদলে ফেলতে হচ্ছে। বার্মিংহ্যামে এজবাস্টনে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে পরস্পরকে মোকাবেলা করবে ইংল্যান্ড ও ভারত।
×