ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে ট্রাকে লেগুনার ধাক্কা ॥ দুই যাত্রী নিহত

প্রকাশিত: ০৮:৫৬, ২৮ জুন ২০১৯

 টঙ্গীতে ট্রাকে লেগুনার  ধাক্কা ॥ দুই যাত্রী  নিহত

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২৭ জুন ॥ বৃহস্পতিবার সকালে টঙ্গীর শিলমুন এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছন দিক থেকে যাত্রীবাহী একটি লেগুনা ধাক্কা দিলে ২ জন নিহত এবং ৮ ব্যক্তি আহত হয়েছেন। হতাহতরা সবাই লেগুনার যাত্রী। সংঘর্ষে লেগুনাটি দুমড়েমুচড়ে গেছে। আহতদের মধ্যে ৪ জনকে টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার হাসপাতালে এবং গুরুতর অবস্থায় আরও ৪ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন-ময়মনসিংহের গফরগাঁও থানা এলাকার হোসেন আলী মুন্সির ছেলে বাদল মিয়া (৩০) ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বান্দাখোলা এলাকার রামজয় দাসের ছেলে সুভাস চন্দ্র দাস (৪৫)। দাউদকান্দিতে দুই যাত্রী নিজস্ব সংবাদদাতা দাউদকান্দি থেকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ইলিয়টগঞ্জ টামটা নামক স্থানে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী (রয়েল কোচ) বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে গেলে মেডিক্যাল কলেজের শিক্ষার্থীসহ দুই যাত্রী নিহত হয়। এতে আহত হয়েছে কমপক্ষে ২০ যাত্রী। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় মহাসড়কের দাউদকান্দির টামটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুমিল্লা সদরের মুরাদপুর এলাকার আবু আল মামুনের মেয়ে ইবনে সিনা হাসপাতালের ১৪তম ব্যাচের শিক্ষার্থী আনিকা তাহসিনা (২২) ও বুড়িচং উপজেলার মিথিলাপুর গ্রামের শফিকুর রহমানের স্ত্রী অবসরপ্রাপ্ত শিক্ষিকা রওশনারা (৬০)। দিনাজপুরে শিক্ষকসহ দুই স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, ফুলবাড়ীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষকসহ চালক নিহত হয়েছে। এ সময় এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় ফুলবাড়ী পৌর এলাকার চাঁদপাড়া কালভার্টের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, ফুলবাড়ী উপজেলার দাদুল চকিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ক শিক্ষক জালাল উদ্দিন (৫৫) ও দক্ষিণ কৃষ্টপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে মেহেদি হাসান (২০)। পীরগঞ্জে আরোহী সংবাদদাতা পীরগঞ্জ, ঠাকুরগাঁও থেকে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় পীরগঞ্জ উপজেলার বিশমাইল এলাকায় পাকা সড়কে গাছের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষ হয়। মোটরসাইকেলের পেছনে থাকা জীবন রহমান (২৫) গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে নিহত হয়। জানা গেছে, ওই দিন সকাল ৮টায় কাতিহার (রাজোর) গ্রামের ধনেশ্বর চন্দ্র রায়ের কন্যা অঞ্জনা রানী রায় (১৬) পারিবারিক কোলহের জের ধরে নিজ বাড়িতে বিষ পান করেন। মোটরসাইকেলযোগে তাকে দ্রুত পীরগঞ্জ হাসপাতালে আনার সময় উক্ত স্থানে পৌঁছা মাত্র চালক নিয়ন্ত্রণ হারিয়ে তুত গাছের সঙ্গে সংঘর্ষ হয়ে পুকুরে পড়ে যায়। অঞ্জনা রানী ও চালক সুরেশ চন্দ্র রায় গুরুতর আহত হয়। অঞ্জনা রানীকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। কালকিনিতে বিদ্যুত শ্রমিক নিজস্ব সংবাদদাতা কালকিনি, মাদারীপুর থেকে জানান, কালকিনিতে মোঃ দেলোয়ার হোসেন (৪৮) নামের এক বিদ্যুত শ্রমিক গাড়ি চাপায় নিহত হয়েছে। নিহত দেলোয়ার হোসেন জেলা সদরের দুধখালী ইউনিয়নের এওজ গ্রামের আমজাদ মুন্সির ছেলে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, মাদারীপুর পল্লী বিদ্যুত সমিতির বেসরকারী ঠিকাদার সাঈদ খলিফার উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুতের কাজ করে আসছে দেলোয়ার মুন্সি। ওই নির্মাণাধীন খুঁটি ও বেশ কয়েজন শ্রমিকসহ দেলোয়ার ঠেলাগাড়িতের করে সাহবরামপুরের উদ্দেশে রওনা দেন। এ সময় পৌর এলাকার বড়ব্রিজ থেকে ঠেলাগাড়ি নামার সময় নিহত শ্রমিক ঠেলাগাড়ি থেকে নিচে পড়ে যায়।
×