ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বন্দুকযুদ্ধে তিন মানবপাচারকারী নিহত

প্রকাশিত: ০৯:০৪, ২৬ জুন ২০১৯

বন্দুকযুদ্ধে তিন মানবপাচারকারী নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন মানবপাচারকারী নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে মেরিনড্রাইভ সংলগ্ন টেকনাফ সদরের মহেষখালিয়া পাড়া নৌকা ঘাটে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিনটি এলজি ১৫ রাউন্ড কার্তুজ ও ২০ কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধে নিহতরা হচ্ছে, টেকনাফ নয়াপাড়ার গোলাপাড়া এলাকার আব্দুল শুক্কুরের পুত্র কুরবান আলী (৩০), টেকনাফ পৌরসভার কে কে পাড়ার আলী হোসেনের পুত্র আব্দুল কাদের (২৫) ও একই এলাকার সুলতান আহমদের পুত্র আব্দুর রহমান (৩০)। টেকনাফ থানার পুলিশ জানিয়েছে, রাতে মানবপাচার মামলার ১৫ রোহিঙ্গা আসামিকে ধরতে টেকনাফ মহেশখালিয়াপাড়া নৌঘাটে পৌঁছলে আগে থেকে অবস্থানরত অস্ত্রধারী একদল মানবপাচারকারী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এসময় তিন মানবপাচারকারীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
×