ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

‘উঃ কোরিয়া-চীন সম্পর্ক অজেয়, অপরিবর্তনীয়’

প্রকাশিত: ০৮:৪৭, ২২ জুন ২০১৯

 ‘উঃ কোরিয়া-চীন সম্পর্ক  অজেয়, অপরিবর্তনীয়’

উত্তর কোরিয়া ও চীনের মধ্যকার সম্পর্ককে অজেয় বলে অভিহিত করেছে উত্তর কোরিয়ার সরকারী সংবাদ মাধ্যম কেসিএনএ। শুক্রবার দেশটির মধ্যকার চমৎকার এ সম্পর্কের কথা উল্লেখ করে কেসিএনএ। উত্তর কোরিয়ায় দুদিনের সফর শেষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয় শুক্রবার উত্তর কোরিয়া ত্যাগ করেন। পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদপত্র রোদং সিনমুন প্রথম পৃষ্ঠায় একটি ছবি ছাপে। এতে দেখা যায়, বৃহস্পতিবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও তার স্ত্রী রি সোল জু চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বাগত জানাচ্ছেন। সরকারী বার্তা সংস্থা কেসিএনএ জানায়, কিম জং উন বলেছেন, দুদেশের মধ্যকার ‘অজেয়’ ও ‘অপরিবর্তনীয়’ সম্পর্ক জোরদারের ক্ষেত্রে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এই সফর ছিল খুবই গুরুত্বপূর্ণ সুযোগ। কেসিএনএ জানায়, পিয়ংইয়ংয়ের সড়কগুলোতে বিপুল চীনা নাগরিক সমবেত হন এবং উত্তর কোরিয়ার লোকজনের সঙ্গে আনন্দ উদ্যাপন করেন। তাদের মধ্যে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখা যায়। পিয়ংইয়ংয়ের পরমাণু কর্মসূচী এবং বেজিং জাতিসংঘের নিষেধাজ্ঞা সমর্থন করায় স্নায়ুযুদ্ধকালীন মিত্র উত্তর কোরিয়ার সঙ্গে চীনের সম্পর্কের মারাত্মক অবনতি ঘটে। গত ১৪ বছরের মধ্যে চীনের প্রথম প্রেসিডেন্ট হিসেবে উত্তর কোরিয়া সফর করলেন শি জিনপিং। জি২০ শীর্ষ সম্মেলনের মাত্র এক সপ্তাহ আগে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উত্তর কোরিয়া সফরে হোয়াইট হাউস কিছুটা বিস্মিত হতে পারে। কারণ এই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুদেশের মধ্যকার চলমান বাণিজ্য যুদ্ধ নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসার কথা রয়েছে। শীর্ষ বৈঠকের বিষয়ে কেসিএনএ জানায়, যখন আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিম-লে জটিল ও গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে তখন দুই নেতা কোরীয় উপদ্বীপসহ আঞ্চলিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেছেন। শি জিনপিং ও কিম জং উন আরও ঘনিষ্ঠ কৌশলগত যোগাযোগ বৃদ্ধিতে একমত হয়েছেন উল্লেখ করে কেসিএনএ জানায়, খুবই হৃদ্য ও চমৎকার পরিবেশে আলোচনা অনুষ্ঠিত হয়েছে, কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়ে ঐকমত্য হয়েছে বৈঠকে। ওই বার্তা সংস্থা আরও জানায়, দুই নেতা কর্মকর্তা পর্যায়ে উচ্চপর্যায়ের সফর অব্যাহত রাখতে সম্মত হয়েছেন এবং প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা জোরদারে অঙ্গীকার ব্যক্ত করেছেন। উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কিম জং উনের পরমাণু বিষয়ে বক্তব্যের বিষয়টি উল্লেখ করেনি। তবে চীনা সম্প্রচার মাধ্যম সিসিটিভ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থগিত পরমাণু আলোচনা অব্যাহত রাখার বিষয়ে কিম জং উন ধৈর্য ধরার ইচ্ছা পোষণ করেছেন।-এএফপি
×