ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য হলো বাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৬, ১৫ জুন ২০১৯

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য হলো বাংলাদেশ

স্টাফ রিপোর্টার ॥ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে (ইকোসোক) ২০২০-২০২২ মেয়াদের জন্য সদস্য পদ পেল বাংলাদেশ। ১৯১ ভোটের মধ্যে ১৮১ ভোট পেয়ে বাংলাদেশ এই সদস্যপদ লাভ করে। জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, জাতিসংঘের একটি প্রধান অঙ্গসংস্থা। আন্তর্জাতিক অর্থনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য এবং সদস্য রাষ্ট্রদের জাতিসংঘ ব্যবস্থায় নীতি সুপারিশ প্রণয়নের জন্য কেন্দ্রীয় আলোচনামন্ডলী হিসেবে কাজ করে এ পরিষদ। প্রতি বছর জুলাই মাসে চার সপ্তাহব্যাপী অধিবেশন আয়োজন করে জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ।
×