ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবারের লোকসভা নির্বাচন নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে ॥ প্রিয়াঙ্কা

প্রকাশিত: ০৯:০২, ১৪ জুন ২০১৯

এবারের লোকসভা নির্বাচন নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে ॥ প্রিয়াঙ্কা

ভারতে এবারের লোকসভা নির্বাচনে দলের পরাজয়ের পর কংগ্রেস কর্মীদের তীব্র সমালোচনা করলেন প্রিয়াঙ্কা গান্ধী। উত্তরপ্রদেশের রায়বেরেলির সভা থেকে তিনি জানান, তাকে বলতে বলা হয়েছে বলেই তিনি বলছেন। তার দাবি একাংশের কংগ্রেস কর্মীরা দলের জয় নিশ্চিত করতে যা করা দরকার তা করেননি। আর সেই তালিকায় কারা আছেন সেটা খুঁজে বের করার কাজ করবেন বলেও জানান প্রিয়াঙ্কা। এবারের লোকসভা নির্বাচনের আগে তাকে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয় কংগ্রেস। পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বও দেয়া হয়েছে তাকে। ভোটে জয় পেয়েছেন সোনিয়া। আর তাই বুধবার তিনি নিজের সংসদীয় এলাকায় যান। সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কাও। খবর এনডিটিভি অনলাইনের। সভা থেকে তিনি বলেন, আমি ভাষণ দিতে চাইনি। কিন্তু আমাকে বলতে বলা হয়েছে। তাই আমায় সত্যিটা বলার সুযোগ দিন। আসল সত্যিটা হলো রায়বরেলিতে আমরা জিতেছি সোনিয়া গান্ধী এবং এলাকার মানুষের জন্য। কারা মন থেকে দলের হয়ে কাজ করেছেন সেটা সকলেই জানেন। নির্বাচনের কয়েক মাস আগে দলের দায়িত্বে আসেন প্রিয়াঙ্কা। তারপর বারাণসী থেকে শুরু করে গোটা পূর্ব উত্তরপ্রদেশ জুড়ে প্রচার করেন তিনি। রায়বরেলী এবং আমেথিতেও প্রচার করেন তিনি। কিন্তু আমেথিতে পরাজিত হন রাহুল গান্ধী। বিজেপির স্মৃতি ইরানির কাছে নিজের দেড় দশকের ‘কর্মভূমি’তেই হারতে হয় রাহুলকে। ছেলে হারলেও রায়বেরেলির আসন থেকে এবারও বিপুল ভোটে জিতে লোকসভায় নির্বাচিত হন সোনিয়া। এরপর নিজের সংসদীয় এলাকায় গিয়ে বুধবার বিজেপিকে একহাত নেন তিনি। তিনি বলেন, ‘দেশ এমন একটা নির্বাচন পেরিয়ে এলো যার বিভিন্ন ধাপ নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে। ভোটারদের কাছে টানতে সমস্ত রকম পদ্ধতির প্রয়োগ হয়েছিল। দেশের সবাই জানে নির্বাচনে কী কী হয়েছিল তার মধ্যে কোনটা নৈতিক আর কোনটা অনৈতিক সেটাও জানে গোটা দেশ। আমার মনে হয় ক্ষমতায় থাকতে ভদ্রতার সীমা অতিক্রম করেছে বিজেপি। আর এটাই দেশের কাছে সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয়।
×