ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্কিনের ভেতর ক্যামেরা

প্রকাশিত: ০৯:৩৯, ৪ জুন ২০১৯

 স্কিনের ভেতর ক্যামেরা

বিশ্বের প্রথম ‘আন্ডার-ডিসপ্লে’ ক্যামেরা দেখিয়েছে অপো। প্রতিষ্ঠানের অফিসিয়াল টুইটার এ্যাকাউন্টে এই পর্দা প্রযুক্তির একটি ভিডিও দেখানো হয়েছে। ভিডিওতে খুব বেশি বিস্তারিত তথ্য জানায়নি অপো। এতে দেখানো হয়েছে, পর্দায় নচ, টিয়ার ড্রপ, হোল পাঞ্চ বা পপ-আপ ছাড়াই পর্দার নিচ থেকে কাজ করছে ক্যামেরা। ফলে কোন বাধা ছাড়াই কাজ করছে এজ-টু-এজ পর্দা। বিশ্লেষক মে গেসকিন প্রথম ধারণা দিয়েছিলেন পর্দার নিচে ক্যামেরাযুক্ত স্মার্টফোন দেখাতে পারে অপো। এবার তার ধারণারই বাস্তব রূপে সামনে এলো। প্রযুক্তি সাইট এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়, ভিডিওটি প্রথম চীনা সামাজিক মাধ্যম ওয়েইবোতে পোস্ট করেন অপো’র ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান শেন। তবে কতদিনের মধ্যে স্মার্টফোনে নতুন এই ক্যামেরা প্রযুক্তি দেখা যাবে সে বিষয়ে কোন তথ্য জানায়নি অপো।-ভার্জ
×