ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

রাশিয়া সিটিবিটি লঙ্ঘন করছে ॥ যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১০:৪৯, ২ জুন ২০১৯

 রাশিয়া সিটিবিটি লঙ্ঘন করছে ॥ যুক্তরাষ্ট্র

মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা দাবি করেছে যে, রাশিয়া সম্ভবত প্রত্যন্ত সুমেরু স্থাপনায় কম শক্তিসম্পন্ন পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়ে পরমাণু অস্ত্র পরীক্ষা নিষেধাজ্ঞা চুক্তি লঙ্ঘন করছে। খবর গার্ডিয়ান অনলাইনের। লেফটেন্যান্ট জেনারেল রবার্ট এ্যাশলের এ দাবির বিষয়ে পরমাণু অস্ত্র বিশেষজ্ঞদের কাছে ব্যাপক সন্দেহের সৃষ্টি হয়েছে। তারা বলেছেন সমস্যা সমাধানে সামরিক শক্তি ব্যবহারের পক্ষপাতি মার্কিন কর্মকর্তারা তাদের আগের অভিযোগ আবারও উত্থাপন করেছেন বলে দৃশ্যত মনে হয়। তাদের এ দাবির পক্ষে প্রমাণ নেই। গত মাসে প্রকাশিত অস্ত্র নিয়ন্ত্রণ সম্মতি বিষয়ক যুক্তরাষ্ট্রের বাৎসরিক রিপোর্টে রাশিয়ার এ ধরনের অস্ত্র পরীক্ষার কোন উল্লেখ নেই। উপরন্তু কমপ্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি অর্গানাজেশন (সিটিবিটিও) বলেছে, সংস্থার আন্তর্জাতিক পর্যবেক্ষণ ব্যবস্থা (আইএমএস) স্বাভাবিকভাবে কাজ করে যাচ্ছে এবং পর্যবেক্ষণে অস্বাভাবিক কিছু পায়নি। সংস্থা এক বিবৃতিতে বলেছে, কমপ্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটির (সিটিবিটি) শর্তানুযায়ী পরমাণু পরীক্ষার বিস্ফোরণ শনাক্ত করার জন্য আইএমএসের সক্ষমতায় সম্পূর্ণ আস্থা রয়েছে সিটিবিটির।
×