ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে ছাত্রলীগ নেতাকে লাঞ্ছিতের ঘটনায় ৪ পুলিশ ক্লোজড

প্রকাশিত: ০৯:৫৯, ২ জুন ২০১৯

 দিনাজপুরে ছাত্রলীগ  নেতাকে লাঞ্ছিতের  ঘটনায় ৪ পুলিশ  ক্লোজড

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের বিরল উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ারুল ইসলাম রাসেলকে লাঞ্ছিত করার অভিযোগে উপ-পরিদর্শক (এসআই) সহ ৩ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। শনিবার বিকেল ৩টায় বিরল থানার সামনে লাঞ্ছিতের শিকার হন উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ারুল ইসলাম রাসেল। ক্লোজড হওয়া ৩ পুলিশ সদস্য হলেন বিরল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম, কনস্টেবল বাবুল হক (কং ৬৬৮), সাগর আহম্মেদ (কং ১৩৪২) ও মিজানুর রহমান (কং ১০৬৫)। দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারর সুশান্ত সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল জানান, শনিবার বিকেল ৩টায় বিরল থানার গেটের সামনে মোটরসাইকেলের কাগজ পত্র যাচাই বাছাই করার সময় বিরল উপজেলা ছাত্রলীগে সভাপতি সারোয়ারুল ইসলাম রাসেলের মোটরসাইকেলের গতিরোধ করে তার কাছে কাগজপত্র চাইলে পুলিশের সঙ্গে রাসেলের ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে উপস্থিত কিছু যুবক একত্রিত হয়ে থানা গেটের সামনে অবস্থান নেয় এবং পুলিশকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এই ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুশান্ত সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে অভিযুক্ত ৪ পুলিশ সদস্যকে তাৎক্ষণিক ক্লোজড করে দিনাজপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
×