ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পারসোনাসহ দুই প্রতিষ্ঠান ও ১০ কারখানাকে জরিমানা

প্রকাশিত: ০৯:৪৩, ৩১ মে ২০১৯

 পারসোনাসহ দুই প্রতিষ্ঠান ও ১০ কারখানাকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ আমদানিকারকের স্টিকার ছাড়া নামী-দামী ব্র্যান্ডের বিদেশী কসমেটিক্স ব্যবহার করায় আবারও বিউটিশিয়ান কানিজ আলমাস খানের প্রতিষ্ঠান পারসোনাকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অপরাধে আলভিরাস বিউটি কেয়ারকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার ধানমন্ডি-২৭ নম্বর শাখায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালিয়ে তাদের এই জরিমানা করে। ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, দুপুরে ধানমন্ডি-২৭ নম্বরে পারসোনা বিউটি পার্লারে অভিযান চালানো হয়। এ সময় সেখানে অনেক কসমেটিক্স পেয়েছি, যেগুলোর আমদানিকারকের কোন স্টিকার নেই এবং কোন দেশের তৈরি তাও নেই। আমরা আগেও বারবার বলেছি তাদের যে পণ্য আমদানি করা, সেগুলোতে আমদানিকারকের স্টিকার থাকতে হবে। এই অপরাধে পারসোনা বিউটি পার্লারকে ৩ লাখ ও পারসোনা এডামস পার্লারকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। ১০ কারখানা ॥ স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, গাজীপুরের ৬ সহ ১০ কারখানাকে মোট এক কোটি ৫ লাখ ৬৮ হাজার ৭৮৪ টাকা ক্ষতিপূরণ ধার্য করে জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের এনফোর্সমেন্ট উইং।
×