ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাইকো মামলার শুনানি ২৩ জুন

প্রকাশিত: ০৯:১২, ৩১ মে ২০১৯

 নাইকো মামলার শুনানি ২৩ জুন

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ অনান্য আসামিদের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়েছে। পরবর্তী শুনানির ২৩ জুন দিন নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জের কারাভবনে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন। এদিন আসামিপক্ষের আইনজীবীরা খালেদা জিয়ার অভিযোগ গঠনের শুনানি পেছানোর আবেদন জানান। শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৩ জুন দিন ঠিক করেন। খালেদা জিয়ার পক্ষে ছিলেন এ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার ও আমিনুল ইসলাম। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন মোশারফ হোসেন কাজল।
×