ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘দেশের বাইরে শূটিং করা খুব কষ্টের’ -বুবলী

প্রকাশিত: ০৯:১২, ৩০ মে ২০১৯

 ‘দেশের বাইরে শূটিং করা খুব কষ্টের’ -বুবলী

চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমান ঢাকাই চলচ্চিত্রের উজ্জ্বল তারকা। সংবাদ পাঠিকা থেকে তারার দুনিয়া, তার রশ্মি এখন স্বর্ণময়। গত কয়েক বারের ন্যায় এবারের ঈদ সিনেমাও বুবলীময়। সমসাময়িক এই আলোচিত তারকা তার জানা-অজানা বিষয় নিয়ে কথা বলেছেন আনন্দকণ্ঠের সঙ্গে। সাক্ষাতকার নিয়েছেন- রুহুল আমিন ভূঁইয়া . ‘পাসওয়ার্ড’ ছবি প্রসঙ্গে বলুন বুবলী : এই ছবিটি একেবারেই আলাদা। নতুন গল্প। এক রহস্যজনক গল্পের মধ্যে ডুবে যাবেন দর্শক। প্রেক্ষাগৃহে বসে গল্পের বাঁকে বাঁকে দর্শক রোমাঞ্চিত হবেন। দর্শকরা আমাকে এবার নতুনভাবে দেখবেন। ঈদ আনন্দ দিগুণ করতে আমার মনে হচ্ছে কিছুটা হলেও দর্শকদের বিনোদিত করবে এই ছবি। . তুরস্কে শূটিংয়ের অভিজ্ঞতা? বুবলী : খুবই ভাল। তুরস্ক নিঃসন্দেহে চমৎকার দেশ। আমরা তুরস্কের ইস্তাম্বুল, আলাতোনিয়া, কাপাডোকিয়া, পামুকালের মতো ঐতিহাসিক জায়গায় শূটিং করেছি। ওই সব স্থানে এর আগে ঢাকার কোন ছবির শূটিং হয়নি। প্রথমবার তুরস্কের মতো সুন্দর একটি দেশে শূটিং করতে পেরে ভাললাগছে। তবে দেশের বাইরে শূটিং করা অত্যন্ত কষ্টের। অনেকে মনে করেন বিদেশে হেসে-খেলে আনন্দ করে শূটিং করা হয়। এটা একদমই ভুল ধারণা। যারা শূটিং করেন কেবল তারাই বোঝেন এর কষ্ট। দেশে শূটিং হলে সব ধরনের সাপোর্ট পাওয়া যায়। তবে বাইরে সেটা সম্ভব হয় না। সঙ্গে ২৫-৩০ জনের টিম মেম্বার ছিল। আমাদের সময় খুব কম ছিল। টাইট শিডিউলে কাজ করতে হয়েছে। শূটিং লোকেশনগুলো বেশ দূরে দূরে ছিল। জার্নি করে এক লোকেশন থেকে অন্য লোকেশনে পৌঁছাতে হতো। সব কিছু মিলিয়ে কাজটি ভাল ছিল। . ক্রিকেট বিশ্বকাপ সিনেমায় ভাগ বসাবে বলে মনে করেন? বুবলী : আমরা যারা বাঙালী যেমন ক্রিকেটপ্রেমী তেমনি খেলাপ্রেমী। সেটা ক্রিকেট ফুটবল যেটাই হোক না কেন, আমরা খুব উন্মাদনা নিয়ে খেলা দেখি। আবার যখন ছবি মুক্তি পায় তখন কিছু দর্শক বিশেষ করে যারা বাংলা সিনেমা ভালবাসে সব সময় ছবি দেখে তারা চিন্তা করে শত ব্যস্ততার মাঝেও সিনেমা দেখব। আমার মনে হয় না খেলার প্রভাব সিনেমায় পরবে। দিন শেষে দর্শকরা হলে এসে দেখবেই। . জানা গেছে হল মালিকরা ছবির পরিবর্তে হলে খেলা দেখাবে। এ প্রসঙ্গে আপনার মতামত? বুবলী : হল সিনেমা দেখার থিয়েটার। বাঙালীদের জন্য ঈদ সবচেয়ে বড় উৎসব। এ রকম একটি উৎসবে তারা যদি সিনেমা বাদ দিয়ে খেলা দেখায় তাহলে দর্শককে বিনোদন থেকে বঞ্চিত করা হবে। তাই দর্শকদের কথা বিবেচনা করে উৎসব ও প্রযোজক এর দিক মূল্যায়ন করে ছবি দেখানো উচিত। আমার বিশ্বাস তারা সিনেমা দেখাবে। . পাসওয়ার্ড নিয়ে আপনার প্রত্যাশা? বুবলী : নিজের ছবি নিয়ে প্রত্যাশা সব সময় অনেক বেশি থাকে। আমরা এত কষ্ট করে ছবিতে কাজ করেছি, আশা করি দর্শকদের মধ্যে সেভাবেই প্রভাব ফেলে। দর্শকরা যেন সাদরে গ্রহণ করে। আমার কাছে মনে হয় একটি ছবির পেছনে পুরোটিমের শ্রম থাকে। সবকিছু মিলিয়ে ছবিটি দর্শকদের ভাললাগলে তখন আসলে পূর্ণতা। . যৌথ প্রযোজনার ছবিতে দেখা যাবে? বুবলী : অবশ্যই! শিল্পী হিসেবে আমরা চাই সবাই সব দেশে কাজ করুক! এর মাঝে কলকাতার নামী একজন পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কাজের প্রস্তাব এসেছিল। তখন আমার নিজের দেশের ছবির শূটিং চলছিল যার কারণে সিডিউল মেলাতে পারিনি। এ জন্যই কাজটি করা হয়ে উঠেনি। ভবিষ্যতে যদি এ রকম ভাল ছবির প্রস্তাব পাই তাহলে দেখা যাবে আমাকে। . শাকিব খান ছাড়া অন্য কোন নায়কের বিপরীতে কাজ করবেন? বুবলী : অবশ্যই করব। অন্য যে কোন নায়কের সঙ্গে কাজ করতে আমি আগ্রহী। তবে, ভাল গল্প চরিত্র পেলে। সেটা যে কোন নায়ক হতে পারে। হয়ত বা একটু সময় লাগছে। এটা স্বাভাবিক একটা প্রশ্ন। দর্শকদের মনে আসতেই পারে। তবে দেখা যাবে। খুব একটা কাজ কিন্তু আমরা করিনি। দর্শকদের ধন্যবাদ তারা আমাদের এতটা আলোচনায় রাখে যে আমরা অনেক কাজ করে ফেলছি। কিন্তু অল্প কাজ করছি তবে তাদের মনে হচ্ছে অনেক বেশি কাজ করে ফেলেছি। তাই এ রকম একটা প্রশ্ন আসতেই পারে। কারণ শাকিব খান ছাড়া আমার অন্য কারও সঙ্গে কাজ করা হয়নি। তবে এমন কিন্তু নয় যে, আমরা অনেক কাজ করে ফেলেছি। আমার অল্প দিনের ক্যারিয়ারে হাতেগোনা কয়েকটা কাজ করেছি। আমি অবশ্যই সবার সঙ্গেই কাজ করতে চাই। হয়ত একটু সময় নিচ্ছি। আমাদের পরপর যখন একসঙ্গে কাজ হচ্ছে। তখন কিন্তু অনেকেই মনে করে উনারা একসঙ্গে কাজ করছেন এর বাইরে হয়ত কাজ করবে না। কিন্তু ব্যাপারটা তা নয়। দর্শকদের মনেও এমন প্রশ্ন থাকতে পারে। আমি সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজ করছি। আর হয়ত অন্যদের সঙ্গে করব না। তা কিন্তু নয়। আমাদের দেশে এখন অনেক সুন্দর সুন্দর মুভি হচ্ছে। জুটি প্রথা বলে একটা কথা আছে, তবে জুটি প্রথার বাইরে গিয়েও কিন্তু শিল্পীরা কাজ করে। আমার ক্যারিয়ার যেহেতু অল্প দিনের। সামনে অনেক সময় পড়ে আছে। অনেক কাজ হবে। অবশ্যই আমিও অন্যদের সঙ্গে কাজ করব। অন্য অনেক হিরোই অনেক অনেক ভাল কাজ করছে। হয়ত একটু সময় লাগছে। শাকিব খানের বাইরে গিয়ে অন্য নায়কের সঙ্গে কাজ করব। ওইটার আগ্রটা দর্শকদের মধ্যে থাকবে যে কি রকম হচ্ছে কাজটা। আমি চাই কাজ যেনও চমকপ্রদ হয়। দর্শকদের মধ্যে যেনও ওই জিনিসটা থাকে যে বাইরে গিয়ে যে কাজটা করছে এটাও ভাল হয়েছে। . পছন্দর নায়ক কে? বুবলী : বাংলাদেশে আমার অনেক পছন্দের নায়ক ছিলেন সালমান শাহ। তিনি এত ফ্যাশনেবল, স্টাইলিস্ট। একজন কিংবদন্তি বলা যায় সালমান শাহকে। এখন তো আমাদের দেশে আছে সুপারস্টার শাকিব খান তার সঙ্গে কাজ করছি। এর বাইরেও যারা কাজ করছে তারা সবাই ভাল করছে। আমার কাছে স্পেশাল কেউ নেই। গল্প আয়োজন যদি ভাল হয় তাহলে যে কোন হিরোর সঙ্গে আমাকে দেখা যাবে। . শেষ প্রশ্ন ‘পাসওয়ার্ড’ নিয়ে দর্শকদের উদ্দেশে কী বলবেন? বুবলী : দর্শকদের উদ্দেশে একটি কথাই বলতে চাই যে, প্রতিটি ছবিই স্পেশাল। সবাই হলে এসে ছবিটি দেখুন। ছবিটি কেমন হয়েছে বা কেমন লাগবে সেটা বলতে চাই না। দয়া করে একটি কথাই বলতে চাই আপনারা হলে এসে ছবিটি দেখে গঠনমূলক সমালোচনা করেন। আমাদের বাংলা ছবির পাশে থাকুন।
×