ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অল-ইংলিশ ফাইনালে মুখোমুখি চেলসি-আর্সেনাল

প্রকাশিত: ১২:০০, ২৯ মে ২০১৯

অল-ইংলিশ ফাইনালে মুখোমুখি চেলসি-আর্সেনাল

জাহিদুল আলম জয় ॥ অবশেষে দুয়ারে উপস্থিত সেই ক্ষণ। দু’দু’টি অল-ইউরোপিয়ান ফাইনাল যজ্ঞ দেখতে প্রস্তুত গোটা ফুটবল দুনিয়া। যার প্রথমটি মাঠে গড়াচ্ছে আজ রাতে। উয়েফা ইউরোপা লীগের ফাইনাল মহারণে মুখোমুখি হচ্ছে দুই ইংলিশ পরাশক্তি চেলসি ও আর্সেনাল। ধুন্ধুমার ফাইনালটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ১টায়। সরাসরি দেখাবে সনি টেন ২ ও সনি টেন ৩ চ্যানেল। এই ম্যাচের ঠিক দু’দিন পরই সবচেয়ে কাক্সিক্ষত মহারণ অনুষ্ঠিত হবে। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে আরও দুই ইংলিশ জায়ান্ট লিভারপুল ও টটেনহ্যাম হটস্পার। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার এই ফাইনালটি হবে ১ জুন মধ্যরাতে। চ্যাম্পিয়ন্স লীগের এই ফাইনালে ইনজুরি কাটিয়ে টটেনহ্যাম শিবিরে ফিরছেন অধিনায়ক হ্যারি কেন। এ কারণে স্পার্সদের মধ্যে বাড়তি আত্মবিশ্বাস কাজ করছে। তবে আপাতত ফুটবলবিশ্ব ব্যস্ত চেলসি ও আর্সেনালের মধ্যকার ইউরোপা লীগের ফাইনাল ঘিরে। দু’দলই শিরোপা জিতে ২০১৮-১৯ মৌসুমটাকে স্মরণীয় করে রাখতে চায়। সেমিফাইনালের ফিরতি লেগে পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের হ্যাটট্রিকে ভর করে ফাইনালে উঠেছে আর্সেনাল। স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার মাঠে শেষ চারের ফিরতিপর্বে ৪-২ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৭-৩ ব্যবধানে এগিয়ে ফাইনালে উঠেছে উনাই এমেরির দল। প্রথম লেগে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ৩-১ গোলে জিতেছিল আর্সেনাল। চেলসি ও ফ্রাঙ্কফুর্টের মধ্যে সেমিফাইনালের দ্বিতীয় লেগের আরেক ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল। দুই লেগ মিলে স্কোরলাইন ২-২ হলে ম্যাচ অতিরিক্ত সময় হয়ে গড়ায় টাইব্রেকারে। তাতে ৪-৩ ব্যবধানে জয় পেয়ে সেমির টিকেট কাটে মাওরিসিও সাররির চেলসি। সেমিতে চেলসির জয়ের নায়ক গোলরক্ষক কেপা। জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্টের শেষ দু’টি পেনাল্টি শট তিনি দক্ষতার সঙ্গে রুখে দেন। ফাইনাল জিততে আত্মবিশ্বাসী চেলসি কোচ সাররি বলেন, ছেলেরা প্রস্তুত ফাইনাল নিজেদের করে নিতে। কিন্তু কাজটি যে সহজ হবে না সেটা বলাইবাহুল্য। আমাদের প্রতিপক্ষ সম্পর্কে আমরা যেমন জানি, তারাও ঠিক তেমনটাই জানে। ম্যাচে যারা সুযোগ কাজে লাগাতে পারবে তাদেরই সফল হওয়ার সম্ভাবনা বেশি। তবে আমাদের ফাইনালে খেলার অভিজ্ঞতা আছে, ছেলেরাও মুখিয়ে আছে ট্রফি জিততে। আসলে আমরা শিরোপা ছাড়া কিছুই ভাবছি না। একই অভিব্যক্তি আর্সেনাল কোচ উনাই এমেরির। সাবেক পিএসজি কোচ ছেলেদের নিয়ে ভীষণ আশাবাদী। সেমির দুই লেগে স্প্যানিশ দল ভ্যালেন্সিয়াকে যেভাবে হারিয়েছে গানার্সরা সেটাই তাকে বেশি সাহস যোগাচ্ছে। এমেরি বলেন, আমরা যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠে এসেছি। সেমিফাইনালে আমার ছেলেরা অসাধারণ খেলেছে। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ট্রফি জয় সম্ভব। আমরা এ জন্যই খেলব। এবার প্রথমবারের মতো ক্লাব পর্যায়ে ইউরোপের শীর্ষ দুই ফুটবল প্রতিযোগিতার ফাইনালে পা রেখেছে একই দেশের চারটি ক্লাব। এর আগে ক্লাব পর্যায়ে ইউরোপের শীর্ষ কোন প্রতিযোগিতার ফাইনালে দুটি দলই ইংল্যান্ডের এমন ঘটনা ঘটেছে মাত্র দুইবার। ১৯৭১-৭২ মৌসুমে উয়েফা কাপের ফাইনালে ওলভারহ্যাম্পটনকে হারিয়েছিল টটেনহ্যাম। আর ২০০৭-০৮ মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে চেলসিকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ইউরোপা লীগ ও চ্যাম্পিয়ন্স লীগ ফাইনাল মিলে চারটি দলের মধ্যে তিনটি স্প্যানিশ দল ছিল একবার। ২০১৫-১৬ মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে মুখোমুখি হয় মাদ্রিদের দুই ক্লাব এ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ। আর ইউরোপা লীগের শিরোপা জয় করে সেভিয়া। সার্বিক বিচারে অল-ইউরোপিয়ান আসরে ইংল্যান্ড ও স্পেনের ক্লাবগুলোর ধারে কাছে নেই অন্য কোন দেশ। এবার স্প্যানিশ ক্লাবগুলোর সাফল্য ছাপিয়ে গেছে চার ইংলিশ জায়ান্ট। ইংল্যান্ডের ফুটবলের জন্য এরচেয়ে সুখের আর কি হতে পারে। ইউরোপা ও চ্যাম্পিয়ন্স লীগের দু’টি ফাইনালই ইংলিশদের জন্য গর্বের। বুক চিতিয়েই ফুটবলের জনকরা উপভোগ করবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবেচেয়ে বড় দুই আসরের ফাইনাল।
×