ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সৌদি নারীর দৌড় অনুশীলন

প্রকাশিত: ০৯:৫২, ২৮ মে ২০১৯

 সৌদি নারীর দৌড় অনুশীলন

সৌদি আরবের জেদ্দা শহরে ২০১৩ সালে গঠিত হয় ‘জেদ্দা রানিং কমিউনিটি’। উদ্দেশ্য ছিল, প্রথাগত ধারাকে চ্যালেঞ্জ করে নারীদের ক্রীড়াঙ্গনে উপস্থিতি বাড়ানো এবং নারী ও পুরুষের একসঙ্গে অনুশীলনের সুযোগ করে দেয়া প্রথম গ্রুপগুলোর একটি এই জেদ্দা রানিং কমিউনিটি। যদিও তারা নারীদের জন্য আলাদা অনুশীলনেরও আয়োজন করে। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে প্রথমবারের মতো নারী এ্যাথলেটও পাঠায় সৌদি আরব –বিবিসি
×