ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে ডাকরা গণহত্যা দিবসে স্মরণসভা

প্রকাশিত: ০৮:৩৯, ২৫ মে ২০১৯

 বাগেরহাটে ডাকরা  গণহত্যা দিবসে  স্মরণসভা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ‘কখনও পৃথিবীর কোথাও আর গণহত্যা সংগঠিত না হয় এজন্য গণহত্যা নিয়ে আমাদের গবেষণা, শোকসভা, স্মরণসভা পালন করতে হবে। ঘৃণ্য সেই হত্যার রাজনীতিকে ঘৃণা করতে হবে। প্রতিবাদ প্রতিরোধের মাধ্যমে হত্যার রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতি ইতিহাসের আঁস্তাকুড়েই নিক্ষেপ করতে হব। সবাইকে সজাগ থাকতে হবে, কারণ কুচক্রীরা, হত্যাকারীরা, সম্রাজ্যবাদীরা, ধর্মব্যবসায়ীরা এখনও থেমে নেই। তারা সুযোগের অপেক্ষায় আছে। তাদের সুযোগ দেয়া যাবে না। হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবেই।’ ডাকরা গণহত্যা’ দিবসের স্মরণ সভায় শুক্রবার বক্তারা এ কথা বলেন। মহান মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১-সালের একদিনে কুখ্যাত রজ্জব আলী ফকিরের নেতৃত্বে রাজাকার বাহিনী রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের ডাকরা গ্রামে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ নির্বিশেষে ৬শ মানুষ হত্যা করেছিল। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এবং সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ কমিটির উদ্যোগে ভূমি সংরক্ষণ কমিটির সহায়তায় বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে সরদার আব্দুল জলিলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির সদস্য দিব্যেন্দু দ্বীপের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য দেন সংগঠনের খুলনা অঞ্চলের সাধারণ সম্পাদক মহেন্দ্র নাথ সেন, বধ্যভূমি সংরক্ষণ কমিটির সভাপতি প্রফুল্ল চন্দ্র রায় প্রমুখ।
×