ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আমেথির জন্য নতুন সকাল

প্রকাশিত: ০৮:১৩, ২৫ মে ২০১৯

  আমেথির জন্য নতুন সকাল

ভারতের এবারের লোকসভা নির্বাচনের সবচেয়ে বড় চমক বিজেপি প্রার্থী সাবেক টিভি অভিনেত্রী স্মৃতি ইরানির বিজয়। তার কাছে ধরাশায়ী হয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আমেথিতে তিনি প্রায় ৫৫ হাজার ভোটের ব্যবধানে রাহুল গান্ধীকে পরাজিত করেন। গত বার স্মৃতি ইরানি এ আসনে রাহুল গান্ধীর কাছে হারলেও মাঠ ছাড়েননি। তারই পুরস্কার পেলেন তিনি। নির্বাচনী প্রচারে খুবই সক্রিয় ছিলেন তিনি। নির্বাচনের আগেও আমেথিবাসীর সঙ্গে সর্বক্ষণিক যোগাযোগ রাখেন তিনি। বিজয়ের পর এক টুইট বার্তায় আমেথির জনগণকে ধন্যবাদ জানিয়েছেন বিজয়ী তারকা স্মৃতি ইরানি। বিজেপি নেত্রী স্মৃতি ইরানি টুইটে বলেন, ‘আমেথির জন্য নতুন সকাল, নতুন প্রতিশ্রুতি। আপনারা উন্নয়নের ওপর আস্থা রেখেছেন, আমেথির প্রতি কৃতজ্ঞ।’ ২০১৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের ইতিহাসে সবচেয়ে কম আসন পায় দলটি। কিন্তু সেবারও আমেথি আসন থেকে হারেননি রাহুল গান্ধী। এবার হারের তিক্ত অভিজ্ঞতা পেলেন কংগ্রেস সভাপতি। রাজনৈতিক পর্যবেক্ষকরা রাহুলের এই হারকে ১৯৭৭ সালের নির্বাচনে রায়বেরেলি আসন থেকে ইন্দিরা গান্ধীর হারের সঙ্গে তুলনা করেছেন। -এনডিটিভি
×