ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতিসংঘের পরিচয়পত্র পেল দুই লাখ ৭০ হাজার রোহিঙ্গা

প্রকাশিত: ১৩:২৮, ১৯ মে ২০১৯

জাতিসংঘের পরিচয়পত্র পেল দুই লাখ ৭০  হাজার রোহিঙ্গা

বাংলা ট্রিবিউন ॥ জাতিসংঘের পরিচয়পত্র পেয়েছে বাংলাদেশে বসবাসরত দুই লাখ ৭০ হাজার ৩৪৮ রোহিঙ্গা শরণার্থী। ১৮ মে জেনেভায় সাংবাদিকদের এ তথ্য জানান জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)-এর মুখপাত্র আন্দ্রেজ মাহেসিক। ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরাল করে মিয়ানমারের সেনাবাহিনী। সন্ত্রাসবিরোধী শুদ্ধি অভিযানের নামে শুরু হয় নিধনযজ্ঞ। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হতে থাকে ধারাবাহিকভাবে। জাতিগত নিধনযজ্ঞের ভয়াবহতায় জীবন ও সমভ্রম বাঁচাতে রাখাইন ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয় প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা। আগে থেকে উপস্থিত রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সংখ্যা দাঁড়ায় প্রায় ১০ লাখে। ২০১৮ সালের জুনে বলপূর্বক বাস্তুচ্যুত এ জনগোষ্ঠীর রোহিঙ্গাদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করে জাতিসংঘ। এর ধারাবাহিকতায় শুক্রবার পর্যন্ত দুই লাখ ৭০ হাজার ৩৪৮ শরণার্থীর নিবন্ধন সম্পন্ন হয়েছে। তারা জাতিসংঘের শনাক্তকরণ কার্ড পেয়েছে।
×