ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপের থিম সং ‘স্ট্যান্ডবাই’

প্রকাশিত: ০৯:২৬, ১৯ মে ২০১৯

 বিশ্বকাপের থিম সং ‘স্ট্যান্ডবাই’

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ শুরু হতে বাকি আর দশ দিন। তার আগে ক্রিকেটপ্রেমীদের মাঝে উত্তাপ ছড়াতে চলে এলো ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বিশ্বকাপের থিম সং! ‘স্ট্যান্ডবাই’ শিরোনামের গানটিতে যৌথভাবে কণ্ঠ দিয়েছে নবীন শিল্পী লরেন ও যুক্তরাজ্যের অন্যতম সেরা ব্যান্ড রুডি মেন্টাল। বিশ্বকাপের প্রতিটি ভেন্যুতে বাজানো হবে গানটি। বৈচিত্র্যময় ব্রিটিশ সংস্কৃতিকে প্রাধান্য দেয়া হয়েছে থিম সংয়ে। বিশ্বের অন্যতম বৃহৎ ক্রীড়াযজ্ঞ ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন শত কোটি মানুষের চোখ থাকবে ইংল্যান্ড এ্যান্ড ওয়েলসের দিকে। বিশ্বের কাছে নিজেদের সংস্কৃতিকে ‘স্ট্যান্ডবাই’ গানের মাধ্যমে তুলে ধরতে চেয়েছে ব্রিটিশরা। থিমং সংয়ের কথাগুলো এমন- তোমার উচিত আমাকে ডাকা, আমি যাওয়ার আগেই। কারণ আমার আরও অনেক সুযোগ আছে, মনে করো না আমার নেই। কথাগুলো কে কাকে বলছে? প্রেমের বাণী বলে ঠেকছে কী? সেটা বলার উপায় নেই, বরং বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর উদ্দেশ্যে ট্রফির হাতছানি বলেই মনে হচ্ছে। বিশ্বকাপের পুরোটা সময়জুড়ে এ গানটিই থাকবে সবার মুখে মুখে। সে গানটি কেমন হবে সেটা নিয়ে আগ্রহ থাকবেই। রুডি মেন্টাল ব্যাটের লকস্মিথ বলেন, ‘এ গানের মূল বার্তা হলো একতা, সবধরনের মানুষকে আমাদের সৃষ্ট সুরের মাধ্যমে একত্র করা।’
×