ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় ছাত্রকে কুপিয়ে খুন

প্রকাশিত: ০৮:৫৯, ১৫ মে ২০১৯

কুমিল্লায় ছাত্রকে কুপিয়ে খুন

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৪ মে ॥ মোটর সাইকেলের ধাক্কা লাগায় এর চালক আজমাইন আদিল নামের এক শিক্ষার্থীকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর মোগলটুলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আদিল (১৬) নগরীর ঝাউতলা এলাকার অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী (নাজির) আব্দুছ ছাত্তারের ছেলে এবং সে কুমিল্লা মডার্ন হাই স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাদের গ্রামের বাড়ি জেলার চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামে। মঙ্গলবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নিহতের ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। জানা যায়, সোমবার রাতে নগরীর মোগলটুলী এলাকা দিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল ছাত্র আদিল ও তার বন্ধুরা। এ সময় অনিক নামের এক কিশোরের গায়ে মোটরসাইকেলের মৃদু ধাক্কা লাগে। এতে ক্ষুব্ধ হয়ে অনিক আদিলের মোটরসাইকেল আটক করে তার সহযোগীদের খবর দেয়। একপর্যায়ে তারা আদিলকে রামদা দিয়ে কুপিয়ে এবং ছুরিকাঘাতে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, মহানগরীর ডবলমুরিং থানার হাজীপাড়া এলাকায় ছুরিকাঘাতে এক রিক্সাচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে মোঃ রাজু (২২) নামের আহত এ রিক্সাচালককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। জানা যায়, হাজীপাড়া আজিজের কলোনির নিজ বাসায় একাই থাকতেন রাজু। খুব সকালে ওই বাসার মালিকের কাছ থেকে খবর পেয়ে বন্ধুরা রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যায়। রাজু সেখানকার চানমিয়ার পুত্র। কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে তা পুলিশ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি। কারা তাকে ছুরিকাঘাত করেছে তা খতিয়ে দেখে অপরাধীকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডবলমুরিং থানার এসআই জহির হোসেন। বগুড়া স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলার মোকামতলায় আলেয়া বেগম (৩৫) নামে গৃহবধূ ভাগ্নের হাতে খুন হয়েছে। মামিকে হত্যার পর ভাগ্নে আপেল মিয়া (২১) নিজের পেটে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে আত্মহত্যা করে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। পুলিশ জানায়, উপজেলার মোকামতলা ইউনিয়নের ভাগকোলা গ্রামের শহিদুলের বাড়িতে তার ভাগ্নে আপেল মিয়া ছোটবেলা থেকে থাকত। পেশায় সে কাঠমিস্ত্রি ছিল। আপেল পাশের গ্রাম টেপাগাড়ির আজহারের ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে মামি আলেয়া ভাগ্নে আপেলকে পারিবারিক কারণে গালিগালাজ করে। এতে দু’জনের মধ্যে ঝগড়া বাধে। উভয়ের মধ্যে বাগবিত-ার এক পর্যায়ে আপেল ক্ষুব্ধ হয়ে কাঠ কাঠার কাজে ব্যবহৃত বাটালি দিয়ে মামির ওপর হামলা চালায় এবং ঘাড়সহ বিভিন্ন জায়গায় উপর্যুপরি আঘাত করে। এতে আলেয়া বেগম ঘটনাস্থলেই মারা যায়। বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে এলে আপেল পালানোর চেষ্টা করলে লোকজন তাকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে সে গ্রামের একটি কমিউনিটি ক্লিনিকের পরিত্যক্ত ঘরে যায়। সেখানে সে বাটালি দিয়ে নিজের পেট কেটে ফেলে। লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। জয়পুরহাট নিজস্ব সংবাদদাতা জয়পুরহাট থেকে জানান, সদর উপজেলার তেঘরবিশা গ্রামে অজ্ঞাত পরিচয় এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে ওই গ্রামের একটি কবরস্থান থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে সোমবার রাতের কোন এক সময় হত্যা করে দুর্বৃত্তরা সেখানে ফেলে রেখে যেতে পারে বলে পুলিশের ধারণা। জয়পুরহাট সদর থানার পুলিশ জানান , প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত পরিচয় ওই যুবককে তেঘরবিশা গ্রামের কবরস্থানে কৌশলে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে সেখানে তার মৃতদেহ ফেলে রেখে পালিয়ে যায়। রাঙ্গাবালী স্টাফ রিপোর্টার গলাচিপা থেকে জানান, রাঙ্গাবালী পুলিশ সোমবার রাতে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামের নিজ বাড়ি হতে স্বপ্নীল হাওলাদার (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে। স্বপ্নীল ওই গ্রামের মোকলেছ হাওলাদারের ছেলে। পরিবারের লোকজন দাবি করেছে, স্ত্রীর কারণেই স্বপ্নীল আত্মহত্যা করে থাকতে পারে। পরিবারের লোকজন জানায়, বছর তিনেক আগে স্বপ্নীল একই ইউনিয়নের ফেলাবুনিয়া গ্রামের মাসুম মাঝির মেয়ে পাখি আক্তারকে বিয়ে করে। তাদের ৫ মাস বয়সী একটি ছেলে রয়েছে। সাতক্ষীরা স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, ইছামতি নদী সংলগ্ন একটি মৎস্য ঘের থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার শুইলপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি গত তিন-চার দিন ধরে শুইলপুর এলাকার একটি মৎস্য ঘেরের বাসায় থাকত। মঙ্গলবার তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়।
×