ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়ক অবরোধ অব্যাহত

ঈদের আগে খুলনার পাটকল শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবি আওয়ামী লীগ নেতাদের

প্রকাশিত: ১১:০০, ১৪ মে ২০১৯

 ঈদের আগে খুলনার পাটকল শ্রমিকদের বকেয়া পরিশোধের  দাবি আওয়ামী লীগ নেতাদের

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বকেয়া মজুরি পরিশোধ, মজুরি কমিশন বাস্তবায়নসহ নয় দফা দাবিতে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা সোমবারও কর্মবিরতির পাশাপাশি রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচী পালন করেন। গত ৫ মে থেকে এ অঞ্চলের ৯ পাটকলে কর্মবিরতি শুরু করা হয় এবং এর দুই দিন পর হতে বিকেলে ৩ ঘণ্টা রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচী পালন করা হচ্ছে। টানা কর্মসূচীর অংশ হিসেবে সোমবার বিকেল ৪টা থেকে খুলনা মহানগরীর নতুন রাস্তার মোড় এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচী পালন করা। অবরোধ চলাকালে সড়কে টায়ারে ও কাঠে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এ সড়কে প্রায় ৩ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা দুর্ভোগের শিকার হয়। এদিকে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ না করায় উদ্বেগ প্রকাশ এবং চুক্তি মোতাবেক ঈদের আগে সকল পাওনা পরিশোধের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক প্রমুখ এক বিবৃতিতে বলেন, মাহে রমজানে প্রত্যেক মুসলমানকে রোজা রাখতে হয়। তার মধ্যে মিল শ্রমিকরাও বাদ যায় না।
×