ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঘুষ দুর্নীতি বন্ধে কার্যকর ব্যবস্থা দাবি মেননের

প্রকাশিত: ১০:১৪, ১২ মে ২০১৯

 ঘুষ দুর্নীতি বন্ধে  কার্যকর ব্যবস্থা দাবি মেননের

স্টাফ রিপোর্টার ॥ আগামী বাজেটে ঘুষ-দুর্নীতি-ঋণখেলাপী ও ব্যাংকিং খাতে নৈরাজ্য বন্ধে সুস্পষ্ট অঙ্গীকার থাকতে হবে। তা না হলে সরকারের সমস্ত অর্জন নষ্ট হয়ে যাবে। তাই আসন্ন বাজেটে অর্থমন্ত্রীকে এ বিষয়ে সুস্পষ্ট পদক্ষেপ নেয়াসহ সন্ত্রাস-জঙ্গীবাদের অর্থায়ন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। শনিবার ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর কমিটির সভায় মেনন এসব কথা বলেন। পার্টি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নগর পার্টির সভাপতি আবুল হোসাইন। সভায় বক্তব্য রাখেন নগর পার্টির সাধারণ সম্পাদক কিশোর রায়, মোঃ তৌহিদ, বেনজির আহমেদ, মুর্শিদা আখতার নাহার, জাহাঙ্গীর আলম ফজলু, শাহানা ফেরদৌসী লাকী, আনোয়ারুল ইসলাম টিপু, মোতাসিম বিল্লাহ সানী প্রমুখ। ১৪ দলেল অন্যতম শরিক মেনন বলেন, বর্তমান সরকারের নানা ক্ষেত্রে যে অর্জন তা জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। প্রধানমন্ত্রীর একার পক্ষে এই অর্জন ধরে রাখা কষ্টসাধ্য হয়ে পড়বে। ঘুষ-দুর্নীতির কারণে সরকারের অর্জন ‘লাভের গুড় পিঁপড়ায় খায়’ এই অবস্থার শিকার হবে। এ বিষয়ে সরকার ও সরকারী দলের দৃঢ় অঙ্গীকার ঘোষণা করতে হবে। ২৫ এপ্রিলের মধ্যে পাটকল শ্রমিকদের বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়নের কোন উদ্যোগ না নেয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে মেনন বলেন, পাটকল শ্রমিকরা তাদের বকেয়া সপ্তাহ পাওনাসহ ৯ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। খুলনার পাটকল শ্রমিকসহ চট্টগ্রাম, রাজশাহী, নরসিংদী ও ঢাকার বাওয়ানী ও করিম জুট মিলের শ্রমিকরা রাস্তায় আন্দোলনে নেমেছেন।
×