ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

নাটোরে যৌন হয়রানির অভিযোগে কলেজ শিক্ষক সাসপেন্ড

প্রকাশিত: ১০:০৬, ১২ মে ২০১৯

 নাটোরে যৌন  হয়রানির  অভিযোগে  কলেজ শিক্ষক  সাসপেন্ড

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১১ মে ॥ নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে একই কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক আবদুল জলিলকে সাময়িক বরখাস্ত করেছে কলেজ কর্তৃপক্ষ। এর আগে কলেজের গবর্নিং বডি তাদের গঠিত তদন্ত কমিটির কাছ থেকে প্রতিবেদন পেয়ে ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিস দেয়। কিন্তু প্রাপ্ত জবাব ‘অসন্তোষজনক’ হওয়ায় শিক্ষক আবদুল জলিলকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত দেয় কলেজ কর্তৃপক্ষ। তার এ বহিষ্কারাদেশ আগামী ১৩ মে থেকে কার্যকর হবে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ এপ্রিল আবদুল জলিলের স্ত্রী কলেজ অধ্যক্ষের কাছে স্বামীর বিরুদ্ধে ছাত্রীর ধর্ষণের অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, স্ত্রীর অনুপস্থিতিতে আবদুল জলিল কলেজের এক ছাত্রীকে নিয়ে শহরের উপশহর এলাকায় ভাড়া করা বাসায় যায়। সেখানে ওই ছাত্রীকে ধর্ষণ করলে ছাত্রীর চিৎকারে বাসার মালিক অসুস্থ অবস্থায় ছাত্রীটিকে উদ্ধার করেন। এই অভিযোগের প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ ৭ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তকালে ঘটনার সত্যতা পেয়ে আবদুল জলিলকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়।
×