ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অভিষেকে ম্লান জাহানারার দল ফাইনালে

প্রকাশিত: ১০:২৬, ১১ মে ২০১৯

  অভিষেকে ম্লান জাহানারার দল ফাইনালে

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে বিদেশী কোন ফ্র্যাঞ্চাইজি আসরে খেললেন জাহানারা আলম। ডানহাতি এ বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের পেসার ভারতে চলমান টি২০ চ্যালেঞ্জে ভেলোসিটি দলে সুযোগ পেয়েছেন। প্রথম ম্যাচে সাইডবেঞ্চে বসে থাকলেও বৃহস্পতিবার রাতে জয়পুরে সুপারনোভাসের বিরুদ্ধে নামেন তিনি। তবে সুবিধা করতে পারেননি ফ্র্যাঞ্চাইজি আসরে অভিষেকে। ৪ ওভার বোলিং করে ৩৪ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। তার দলও হেরে গেছে ১২ রানে। তবে হেরে গেলেও আগের ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করেছে ভেলোসিটি। আজ জয়পুরেই রাত ৮টায় ফাইনাল অনুষ্ঠিত হবে। সেখানে ভেলোসিটির প্রতিপক্ষ আবারও সুপারনোভাস। এবারই প্রথম কিছুটা বড় পরিসরে ভারতের এই মহিলা টি২০ চ্যালেঞ্জ অনুষ্ঠিত হচ্ছে। এর আগে এটি মাত্র দুই দলের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু এবার তিনটি দল নিয়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই আসরটি বেশ বড় পরিসরেই শুরু হয়েছে। বিদেশী অনেক তারকা ক্রিকেটারের সমাগম ঘটেছে। সেখানে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ২৬ বছর বয়সী জাহানারা ডাক পান ভেলোসিটি দলে। কিন্তু প্রথম ম্যাচে তাকে একাদশের বাইরেই থাকতে হয়। সেই ম্যাচে দল জিতলেও বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে একাদশে পরিবর্তন ঘটায় ভেলোসিটি। জাহানারা শুরু থেকেই বোলিংয়ে আসেন। প্রতিপক্ষ সুপারনোভাস টস হেরে আগে ব্যাটিংয়ে নামলে ইনিংসের দ্বিতীয় ওভারেই ভেলোসিটি অধিনায়ক মিতালি রাজ আক্রমণের দায়িত্ব দেন জাহানারার হাতে। সেই ওভারে ৯ রান দেয়ার পর চতুর্থ ওভারে এসেও ৯ রানই দেন জাহানারা। টানা দুই ওভারে খরুচে হওয়ায় বিশ্রাম দেয়া হয় জাহানারাকে। ইনিংসের ১২তম ওভারে আবার বোলিংয়ে এসে কিছুটা নিয়ন্ত্রণ দেখিয়ে ৭ রান দিয়েছিলেন। নিজের কোটার শেষ ওভারটা করেন ১৮তম ওভারে। সেই ওভারেও ৯ রান দিয়ে ৪ ওভারে ৩৪ রান দিয়ে নিজের বোলিং শেষ করেন জাহানারা। সুপারনোভাস করে ৩ উইকেটে ১৪২ রান। দলের ইনিংসে একমাত্র ছক্কাটি হজম করেছেন জাহানারাই। জবাবে জাহানারার দল ভেলোসিটি নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৩০ রান করতে সক্ষম হয়। ফলে ১২ রানের হার দেখেই টি২০ চ্যালেঞ্জে নিজের যাত্রা শুরু করেছেন জাহানারা। তবে দল ১২ রানে হেরে গেলেও ফাইনাল নিশ্চিত হয়েছে তাদের। সেখানেও প্রতিপক্ষ সুপারনোভাস। এই ভেন্যুতেই আজ ফাইনাল অনুষ্ঠিত হবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এখন ক্রিকেট বিশ্বের অন্যতম আকর্ষণীয় টি২০ প্রতিযোগিতা। বিশ্বের সেরা তারকারা সেখানে খেলেন। এমনকি আইপিএলের সময় আন্তর্জাতিক ক্রিকেটেরও ব্যস্ততা সেভাবে থাকে না। এই আসরের ব্যাপক প্রসার ও জনপ্রিয়তার পর মেয়েদের নিয়েও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) চাইছে মহিলা আইপিএল প্রতিযোগিতা আয়োজন করতে। সেই লক্ষ্যেই গত বছর থেকে ‘উইমেন্স টি২০ চ্যালেঞ্জ’ নামে ‘রিহার্সাল’ টুর্নামেন্ট শুরু করেছে বিসিসিআই। আইপিএলের আদলে চালু হওয়া এই প্রতিযোগিতায় আগের দুই দল- ট্রেইলব্লেজার্স ও সুপারনোভাসের সঙ্গে এবার যোগ হয়েছে ভেলোসিটি। নতুন এই দলটিতেই সুযোগ পেয়েছেন জাহানারা এবং দলটি এবার ফাইনালও খেলতে নামবে আজ।
×