ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়ে থেকে রক্ষা

প্রকাশিত: ০৯:১০, ১১ মে ২০১৯

 বাল্যবিয়ে থেকে  রক্ষা

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ পৌর এলাকার রানীগ্রাম নতুনপাড়ায় স্কুল ছাত্রী লিজা আক্তারের বাল্যবিয়ে বন্ধ করেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। বৃহস্পতিবার রাত ৮টায় সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ পৌরসভার রানীগ্রাম নতুনপাড়া এলাকায় কনের বাড়িতে উপস্থিত হয়ে তিনি এ বিবাহ বন্ধ করেন। রানীগ্রাম নতুনপাড়ার রফিকুল ইসলাম লেবুর মেয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী লিজা আক্তার (১৩)-এর সঙ্গে বর বগুড়া জেলার শেরপুর উপজেলার খানপুর গ্রামের জলিল প্রামাণিক এর পুত্র সোহেল রানা (২১) এর বিয়ের আয়োজন চলছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে কাজী কৌশলে পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের মা রেখা খাতুন ও বরের ভাই শিহাবের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
×