ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

যাবজ্জীবন দন্ডাদেশের ব্যাখ্যা নিয়ে রিভিউ শুনানি শুরু

প্রকাশিত: ০৯:৫৪, ১০ মে ২০১৯

 যাবজ্জীবন দন্ডাদেশের ব্যাখ্যা নিয়ে  রিভিউ শুনানি শুরু

স্টাফ রিপোর্টার ॥ যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদন্ড এ সংক্রান্ত আপীল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ শুনানি শুরু হয়েছে। একই সঙ্গে এ্যামিকাস কিউরিদের (আদালত বন্ধু) বক্তব্য উপস্থাপনের জন্য ১৬ মে বৃহস্পতিবার দিন ঠিক করেছে আপীল বিভাগ। এদিকে এ্যামিকাস কিউরিদের (আদালত বন্ধু) এ্যাডভোকেট মুনসুরুল হক চৌধুরীকে পরিবর্তন করে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট এ এম আমিন উদ্দিনকে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপীল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি এ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
×