ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্মিথ-ওয়ার্নারের ফেরার ম্যাচে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়

প্রকাশিত: ১২:৫৭, ৭ মে ২০১৯

স্মিথ-ওয়ার্নারের ফেরার ম্যাচে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ ১৩ মাস পর জাতীয় দলের সঙ্গে অনুশীলনে যোগ দেয়া স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার অবশেষে অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নামলেন। বিশ্বকাপ সামনে রেখে সফরকারী নিউজিল্যান্ডের সঙ্গে তিনটি প্রস্তুতি ওয়ানডে খেলছে অসিরা। সোমবার ব্রিসবেনে প্রথম ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন বহুল আলোচিত দুই তারকা। তবে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে অনেক কষ্টে ১ উইকেটের জয় পেয়েছে এ্যারন ফিঞ্চের দল। ৪৬.১ ওভারে ২১৫ রানে অলআউট হয় অতিথি কিউইরা। টম ব্লান্ডেল ৭৭ ও উইল ইয়াং ৬০ রান করে আউট হন। জবাবে ৯ উইকেট হারানো অস্ট্রেলিয়া ৪৯তম ওভারে গিয়ে পায় নাটকীয় জয়। অধিনায়ক ফিঞ্চ আউট হন ৫২ রান করে। আর যাদের ঘিরে সবার আগ্রহ ছিল সেই স্মিথ ও ওয়ার্নার দারুণ শুরু করেও ইনিংস বড় করতে পারেনি। দু’জনে সাজঘরে ফেরেন যথাক্রমে ২২ ও ৩৯ রান করে। নিষেধাজ্ঞার মেয়াদ এক বছর হলেও অস্ট্রেলিয়া দলে স্মিথ-ওয়ার্নারের ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হয়েছে। পাকিস্তানের বিপক্ষে শেষ কয়েকটি ম্যাচে নেয়ার সুযোগ থাকলেও অস্ট্রেলিয়া সেটা করেনি, আইপিএলেই ব্যস্ত ছিলেন সাবেক অধিনায়ক ও সহ-অধিনায়ক। নিউজিল্যান্ড একাদশের অস্ট্রেলিয়া সফর উপলক্ষেই অবশেষে হলুদ জার্সিতে দেখা গেল। ব্যাটিং অনুশীলনটা অবশ্য ভাল হয়নি খুব একটা। ২১৬ রানের লক্ষ্যে নেমে ২ উইকেটে ১২২ রান তুলে ফেলেছিল অস্ট্রেলিয়া। সেখান থেকেই ধস নামে ব্যাটিং লাইনআপে। ২০৫ রানে ৯ উইকেট হারিয়ে ফেলা দলকে পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছেন জ্যাসন বেহরেনডর্ফ (৭*) ও এ্যাডাম জাম্পা (১১*)। আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকার পরও ওপেনিংয়ের দায়িত্ব দেয়া হয়নি ওয়ার্নারকে। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার হয়ে নিয়মিত ইনিংস ওপেন করেছেন উসমান খাজা ও এ্যারন ফিঞ্চ। কিন্তু ওয়ার্নারকে খুব বেশি অপেক্ষায় থাকতে হয়নি। পঞ্চম বলেই ওয়ানডাউনে নামতে হয়েছে তাকে। জাতীয় দলে প্রত্যাবর্তনে একটু অস্থির মনে হয়েছে ওয়ার্নারকে। কোন রান তোলার আগেই গালিতে ক্যাচ দিয়েছিলেন। সে যাত্রায় বেঁচে যাওয়ার পর ৪৩ বলে ৬ চার ও ১ ছক্কায় ৩৯ রান করে আউট হন ওয়ার্নার। এরপরই উইকেটে আসেন স্মিথ। ওয়ার্নারের উল্টো দৃশ্য ছিল স্মিথের ব্যাটে। ২২ রান তুলতে ২টি চার মেরেছেন কিন্তু খেলেছেন ৪৩ বল। আগেই ফিরে গেছেন অধিনায়ক ফিঞ্চও (৫২)। নিয়মিত ব্যাটসম্যানদের ব্যর্থতার মাঝে নাথান কুল্টার-নাইল না দাঁড়িয়ে গেলে হয়তো হারতে হতো। ৩৬ বলে নাইলের ৩৪ রানের ইনিংসের ফলেই ১৪ রান তুলতে ৫ ওভারের বেশি খেলার সুযোগ পেয়েছেন জাম্পা ও বেহরেনডর্ফ। বিশ্বকাপের পাঁচজন খেলোয়াড় আছেন নিউজিল্যান্ড একাদশে। অস্ট্রেলিয়ান পেসারদের অনুশীলনটা তাই ভালই হয়েছে। প্যাট কামিন্স, বেহরেনডর্ফ ও কুল্টার-নাইল নিয়েছেন ৩টি করে উইকেট।
×