ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

আইপিএলে রাজস্থানকে উড়িয়ে দিল দিল্লী

প্রকাশিত: ১১:৫০, ৫ মে ২০১৯

  আইপিএলে রাজস্থানকে উড়িয়ে দিল দিল্লী

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) এবার চমক দেখিয়ে সবার আগে প্লে-অফ নিশ্চিত করে দিল্লী ক্যাপিটালস। দাপটের সঙ্গেই লীগপর্ব শেষ করল শ্রেয়াস আইয়ারের দল। ঘরের মাঠ ফিরোজ শাহ কোটলায় শনিবার নিজেদের শেষ ম্যাচে ৫ উইকেটে জয়ের পথে রাজস্থান রয়্যালসকে স্রেফ উড়িয়ে দিয়েছে ক্যাপিটালস শিবির। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১১৫ রান করে অজিঙ্কা রাহানের রাজস্থান। রিয়ান পরাগের (৪৯ বলে ৫০) হাফ সেঞ্চুরি ছাড়া আর কেউ সুবিধা করতে পারেননি। অধিনায়ক রাহানে ২ ও আরেক তারকা সঞ্জু স্যামসন ব্যক্তিগত ৫ রানে আউট হন। দিল্লীর হয়ে অমিত মিশ্র-ইশান্ত শর্মা ৩টি করে এবং ট্রেন্ট বোল্ট নেন ১ উইকেট। জবাবে ১৬.১ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দিল্লী। পাঁচ জয়ের বিপরীতে অষ্টম হারে লীগপর্ব থেকে মিশন শেষ করল রাজস্থান। মধ্যমমানের টার্গেটে নেমে দলীয় ২৮ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল দিল্লী। জাতীয় দলের তারকা শিখর ধাওয়ান ১৬, আরেক ওপেনার পৃথ্বি শ’ আউট হন ৮ রান করে। শ্রেয়াস আইয়ারও ইনিংস বড় করতে পারেনি। ৯ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন ক্যাপিটালস ক্যাপ্টেন। তবে দলকে কক্ষপথে রাখেন ঋষভ পন্থ। ৩৮ বলে ২ চার ও ৫ ছক্কায় ৫৩ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন ভারতের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পেয়ে আলোচিত এ তরুণ উইলোবাজ। শেষদিকে হঠাৎই কলিন ইনগ্রাম (১২) ও শেরফানি রাদারফোর্ডের (১১) আউটেও পন্থের ব্যাট ছিল সমান সচল। উইকেটের চার পাশে উপহার দিয়েছেন মনোমুগ্ধকর সব শট। আইপিএলে আজ লীগপর্বের শেষ দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মোহালিতে স্বাগতিক কিংস ইলেভেন পাঞ্জাবের প্রতিপক্ষ প্লে-অফ নিশ্চিত করা চেন্নাই সুপার কিংস। আর মুম্বাইয়ে প্লে-অফ নিশ্চিত হওয়া আরেক দল রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে লড়বে দীনেশ কার্তিকের কলকাতা নাইটরাইডার্স।
×