ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাব্যহাটে স্বরচিত কবিতা পাঠ

প্রকাশিত: ১১:১৮, ৫ মে ২০১৯

কাব্যহাটে স্বরচিত কবিতা পাঠ

স্টাফ রিপোর্টার ॥ বিধ্বংসী ঘূর্ণিঝড় ফণীর ভয় না করেও অগণিত কবিতাপ্রেমীর উপস্থিতি ভিন্ন মাত্রা এনে দেয় রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে শনিবার বিকেলে। এ প্রজন্মের কবিদের সঙ্গে সমান গতি রেখে স্বরচিত কবিতা পাঠ করে প্রবীণ কবিরাও। দেশের খ্যাতনামা কবিদের উপস্থিতি অনুষ্ঠানজুড়ে যেন কবিতাময় হয়ে ওঠে এ সময়। কবিদের এ কাব্যহাটের শিরোনাম ‘ব্রাত্য নান্দীপাঠ’। ব্রাত্য ক্রিয়েশন কবিজংশন আয়োজিত এ কবিতাপাঠ আসরে প্রধান আলোচক ছিলেন কবি অসীম সাহা। কবি মাসুদ পথিকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কবি ফারুক মাহমুদ, কবি ড. তপন বাগচী ও কবি আমীর খসরু স্বপন। তরুণ কবি গিরিশ গৈরিকের ‘জন্ম পদ্ম’ কবিতা পাঠ দিয়ে শুরু হয় অনুষ্ঠান। একে একে স্বরচিত কবিতা পাঠ করেন কবি রুবী রহমান, নূহ উল আলম লেনিন, গৌরাঙ্গ মোহান্ত, চঞ্চল আশরাফ, আহমেদ শিপলু, মাহবুব মিত্র, স্নিগ্ধা বাউল, রূপশ্রী চক্রবর্তী ও শুক্লা পঞ্চমী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অনিকেত রাজেশ।
×