ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বালু নদীতে উচ্ছেদ অভিযান ॥ রেহাই পায়নি নামী-দামী প্রতিষ্ঠানও

প্রকাশিত: ১১:২৭, ১ মে ২০১৯

বালু নদীতে উচ্ছেদ  অভিযান ॥ রেহাই পায়নি নামী-দামী প্রতিষ্ঠানও

স্টাফ রিপোর্টার ॥ বুড়িগঙ্গা, তুরাগের পর এবার বালু নদীতে উচ্ছেদ অভিযান শুরু। এরপর শীতলক্ষ্যা। অভিযানে রেহাই পায়নি দেশের অন্যতম শীর্ষস্থানীয় কোম্পানি প্রাণ আরএফএল গ্রুপ। মঙ্গলবার এই কোম্পানির একটি কনফারেন্স হল ও স্টোর রুমের কিছু অংশ উচ্ছেদ করা হয়েছে। সঙ্গে ৩০ লাখ টাকা নিলামে দেয়া হয়েছে বালু দিয়ে ভরাট করা ওই কোম্পানির একটি জায়গা। ঢাকার খিলক্ষেত থানার ইছাপুরা বাজার থেকে ফকিরখালী বাজার পর্যন্ত বালু নদীর উভয় তীরে অভিযান চালানো হয়। এসময় উচ্ছেদ করা হয় প্রায় ৩৩টি স্থাপনা। নিলামে দেয়া হয়েছে মোট আশি লাখ চল্লিশ হাজার টাকা। তবে রমজানের আগে তুরাগ নদে উচ্ছেদ অভিযান শেষ করলেও বালু নদীতে রমজানের মধ্যে একবেলা অভিযান অব্যাহত রাখার কথা ভাবছে বিআইডব্লিউটিএ। সরজমিনে দেখা যায়, বালু নদীর উভয় পাড়ে আবাসিক স্থাপনা খুবই কম। তবে বিভিন্ন আবাসন কোম্পানি নদীর ফোরশোর এলাকায় বাঁধ দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করেছে। পরিকল্পনামাফিক ভবিষ্যতে ওই এলাকাজুড়ে নির্মাণ করা হবে আবাসিক ভবন। এতে নদী হত্যা করার এক মহাপরিকল্পনা বাস্তবায়নের অপচেষ্টা চলছে ওই এলাকায়। মঙ্গলবারের উচ্ছেদ অভিযানে আইল্যান্ড সিটি, জলসিঁড়ি আবাসন প্রকল্প, কপোতাক্ষ গ্রীন সিটির প্রায় চার হাজার রানিং ফুট বাউন্ডারি ওয়াল ভেঙ্গে দেয়া হয়।
×