ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মহাকাশে যাবে মৃত বেড়াল

প্রকাশিত: ০৯:৪৬, ২৯ এপ্রিল ২০১৯

 মহাকাশে যাবে মৃত বেড়াল

এই পৃথিবীতে নয়, পোষা বেড়াল পিকাচুর শেষ চিহ্ন ছড়িয়ে পড়ুক গোটা মহাকাশে। এরকমই চেয়েছিলেন স্টিভ মান্ট নামের এক ব্যক্তি। এই ভাবনার পর থেকেই উদ্যোগ নেন তিনি। গত জানুয়ারি মাসে মৃত্যু হয় পিকাচুর। ১৮ মাস পর লঞ্চ হওয়া রকেটে করে মহাকাশে পাঠানো হবে পিকাচুর চিতাভস্ম। সোশ্যাল মিডিয়ায় একটি ক্যাম্পেন করে এই রকেট রাইডের পয়সা জোগাড় করতে চেয়েছিলেন তিনি। কিন্তু খুব একটা টাকা না ওঠায় নিজের সঞ্চয় ভেঙ্গেই পিকাচুর শেষ চিহ্নকে মহাকাশে পাঠানোর ব্যবস্থা করেন। পোষ্যের প্রতি ভালোবাসা অনেক সময়ই দেখা যায়। কিন্তু মৃত পোষ্যের প্রতি এরকম ভালবাসার নজির এর আগে কেউ কল্পনাও করেননি। একটি বেসরকারী সংস্থার সাহায্যে রকেটে চাপিয়ে ওই চিতাভস্ম পৃথিবীর কক্ষপথে রেখে আসা হবে। এটাই হবে মৃত পোষ্যের প্রতি তার শেষ ভালবাসার উপহার। সেলেসটিস পেটস নামে একটি সংস্থার সাহায্যে এই স্পেস বেরিয়ালের ব্যবস্থা করেছেন স্টিভ মান্ট। এর আগে এরকমভাবে অনেক মানুষের স্পেস বেরিয়াল হয়েছে। -ওয়েবসাইট
×