ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় বিশেষ গ্রন্থ আলোচনা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৮:২১, ২৯ এপ্রিল ২০১৯

 নেত্রকোনায় বিশেষ গ্রন্থ আলোচনা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সংসদ কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সদ্য প্রকাশিত দুটি গ্রন্থের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। গ্রন্থ আলোচনা পর্ষদ নামে একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রকাশিত গ্রন্থ দুটি হলো অধ্যাপক বিধান মিত্রের ‘প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র’ এবং স্বপন পালের ‘অক্টোবর বিপ্লব ও রবীন্দ্রনাথ’। আলোচনা অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শেখ হাসিনা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকউল্লাহ খান। দুটি গ্রন্থের ওপর প্রবন্ধ পাঠ করেন- প্রভাষক শাহিনুল হক শাহিন ও জ্যাসমিন আক্তার। বিশিষ্ট প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন অধ্যাপক মতীন্দ্র সরকার, অধ্যক্ষ আনোয়ার হাসান, অধ্যাপক বিধান মিত্র ও স্বপন পাল প্রমুখ।
×