ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

৪ মে জাসদের গণদাবি দিবস

প্রকাশিত: ১২:৪৪, ২৮ এপ্রিল ২০১৯

৪ মে জাসদের গণদাবি দিবস

স্টাফ রিপোর্টার ॥ নারী নির্যাতন, সামাজিক অনাচার, দুর্নীতি ও জঙ্গীবাদ মোকাবেলার দায়িত্ব রাজনৈতিক শক্তিকেই নিতে হবে বলে মনে করেন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, দেশে উন্নয়নের ধারা চলমান ও বেগবান হওয়া সত্ত্বেও নারী নির্যাতনসহ সামাজিক অনাচার-অবিচার বৃদ্ধি পেয়েছে। দলবাজি-ক্ষমতাবাজি-দুর্নীতি, ব্যাংকিং খাতে লুটপাট, শেয়ারবাজারে কারসাজি, জঙ্গীবাদের হুমকি রাষ্ট্র ও সমাজের জন্য বিপদ ও বিব্রতকর অবস্থা তৈরি করেছে। কর্মসূচী ॥ নারী নির্যাতনকারী ও তাদের রাজনৈতিক আশ্রয়দাতা, সামাজিক অনাচার-অবিচারের সঙ্গে যুক্ত অপরাধী, দুর্নীতিবাজ, ব্যাংক লুটেরাদের দৃষ্টান্তমূলক শাস্তি, রাজনৈতিক-প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার-দুর্নীতি বন্ধ, নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আগামী ৪ মে শনিবার সব জেলা-উপজেলা সদরে সমাবেশ ও মিছিলের মাধ্যমে গণদাবি দিবস পালন করবে। এছাড়াও জাসদ দেশের শ্রমিক-কর্মচারী, শ্রমজীবী-মেহনতি মানুষের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে দেশের সব জেলা-উপজেলায় সমাবেশ-মিছিলের মাধ্যমে আগামী ১ মে মহান মে দিবস পালন করবে।
×