ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

‘পিসি রায় ছিলেন বহুত্ববাদী বিশ্বনাগরিক’

প্রকাশিত: ১১:০৭, ২৬ এপ্রিল ২০১৯

‘পিসি রায় ছিলেন বহুত্ববাদী বিশ্বনাগরিক’

স্টাফ রিপোর্টার ॥ আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মরণে বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমি একক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করে একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে। অনন্য বাঙালী, বহুত্ববাদী বিশ্বনাগরিক শীর্ষক বক্তৃতা করেন অধ্যাপক শামসুজ্জামান খান। স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। একক বক্তৃতায় শামসুজ্জামান খান বলেন, প্রফুল্লচন্দ্র রায় সত্যিকার অর্থেই ছিলেন অনন্য বাঙালী, বহুত্ববাদী বিশ্বনাগরিক। তার বিজ্ঞানচর্চার নেহায়েত কারিগরি বা প্রযুক্তিগত পরিসরে সীমাবদ্ধ ছিল না বরং ইহজাগতিক-যুক্তিবাদী সমাজ গঠনের সূত্রসার ধরা ছিল তাতে। একজন অসাধারণ রসায়নবিদ প্রফুল্ল রায় শিক্ষাবিস্তার, সমাজসংস্কার এবং স্বাধিকার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বলা চলে তিনি ছিলেন বাংলা রেনেসাঁর একজন অন্যতম প্রবর্তক। শেরেবাংলা এবং নজরুল সম্পর্কে তার যুগান্তকারী মূল্যায়ন প্রমাণ করে তিনি কতটা দূরদর্শী এবং সমগ্রতাবাদী দৃষ্টিভঙ্গির অধিকারী ছিলেন। একজন উঁচুমানের লেখক হিসেবেও তার স্থান বাংলা সাহিত্যে বিশিষ্টতার দাবি রাখে। বিশেষ করে তার আত্মচরিত এবং খরভব ধহফ ঊীঢ়বৎরবহপব ড়ভ ধ ইবহমধষর ঈযবসরংঃ বইতে আত্মকথার সূত্রে ধরা আছে বাঙালী সমাজের নিপুণ চালচিত্র। অধ্যাপক আনিসুজ্জামান বলেন, প্রফুল্লচন্দ্র রায় একই সঙ্গে একজন বিশিষ্ট এবং বিস্মৃত বাঙালী প্রতিভা। রসায়নশাস্ত্রে এবং সার্বিকভাবে বিজ্ঞানচর্চায় তার অবদান মৌলিক এবং অবিস্মরণীয়। প্রফুল্ল রায় জাতিভেদ প্রথার উর্ধে উঠে তিনি স্বদেশের আপামর মানুষের সামাজিক উন্নয়নের প্রচেষ্টা চালিয়েছেন, আবার ঔপনিবেশিকতার বিরুদ্ধে স্বাদেশিক আন্দোলনের অগ্রভাগে অবস্থান নিয়েছেন।
×