ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

পাস্তা কম্পিউটার

প্রকাশিত: ১২:০৯, ২৫ এপ্রিল ২০১৯

পাস্তা কম্পিউটার

স্ত্রীর ঠাট্টার জবাবে পাস্তা দিয়ে কম্পিউটার তৈরি করে আলোচনায় এসেছেন মিকাহ ল্যাপল্যান্ট নামের এক ইউটিউবার। কম্পিউটারটি পুরোপুরি কর্মক্ষম। কম্পিউটার কভারের ওপর আঠা দিয়ে পাস্তা লাগিয়ে এটি তৈরি করা হয়েছে। এই পাস্তা কম্পিউটারের সমস্যা হলো এটি দিয়ে দ্রুততার সঙ্গে ভিডিও গেমস খেলা যায় না। মিকাহ ল্যাপল্যান্ট ইতোমধ্যে এই কম্পিউটারের ভিডিও ইউটিউবে শেয়ার করে ব্যাপক সাড়া পেয়েছেন। বিশ্বের নানা প্রান্ত থেকে তার সৃজনশীলতার প্রশংসা আসছে।-এনডিটিভি হাসির পাত্র ইমরান পাক প্রধানমন্ত্রী ইমরান খান ভুল মন্তব্য করে হাসির পাত্র হয়েছেন। বর্তমানে ইরান সফরে থাকা ইমরান দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে এক সংবাদ সম্মেলনে অংশ নেন। ওই সম্মেলনে তিনি ভুল করে বলে বসেন, সীমান্তে জার্মানি ও জাপানের যৌথ শিল্পাঞ্চল রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী অর্থনৈতিক সম্পর্ক মজবুত করতে দুই দেশ কীভাবে সীমান্ত অঞ্চলে যৌথ শিল্পাঞ্চল গড়ে তুলেছে, সেটি বোঝাতে গিয়েই জার্মানি-জাপান সীমান্তের কথা উল্লেখ করেন তিনি। কিন্তু আদতে জার্মানির সঙ্গে জাপানের কোন সীমান্ত নেই। ইমরানের এই ভৌগোলিক জ্ঞান নিয়ে সবাই হাসাহাসি করছে।-এনডিটিভি
×